milk

Ill effects of Milk: দুধ না খেলে… হতেও পারেন ভাল ছেলে, কী ভাবে?

দুধ বিভিন্ন অত্যাবশ্যক পুষ্টিগত উপাদাননে ভরপুর। তবুও অনেকেই দুধ সহ্য করতে পারেন না। কিছু কিছু ক্ষেত্রে দুধ না খেলে মিলতে পারে উপকারও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ জুন ২০২২ ০৭:০৭
Share:

দুধ না খেলে কী হয় ছবি: সংগৃহীত

সাধারণ ভাবে দুধ অত্যন্ত পুষ্টিকর একটি পানীয়। দুধে ক্যালশিয়াম, প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট-সহ বিভিন্ন অত্যাবশ্যক পুষ্টিগত উপাদান থাকে। কিন্তু সকলে দুধ সহ্য করতে পারেন না। বিশেষ করে যাঁরা ল্যাকটোজ ইনটলারেন্ট তাঁদের পক্ষে দুধ খাওয়া বেশ অসুবিধাজনক। ভিগানরাও দুধ খেতে চান না। তাই এখন দুধের বিকল্প হিসাবে অনেক প্রাণীজ পানীয় পাওয়া যায়। যেমন সয়া দুধ, বাদাম দুধ, ওট দুধ। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, কিছু ক্ষেত্রে দুধ ও দুগ্ধজাত খাবার ছেড়ে দেওয়া শাপে বর হতে পারে। উপকার হতে পারে শরীরের।

Advertisement

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

১। ত্বকের উন্নতিগরুর দুধে এমন কিছু হরমোন থাকে, যা মানবদেহে উপস্থিত কিছু হরমোনের সঙ্গে প্রতিক্রিয়ায় বিরূপ প্রভাব তৈরি করতে পারে। এতে ত্বকে সিবামের উৎপাদন বেড়ে গিয়ে ত্বকের ছিদ্র রুদ্ধ হতে পারে। ফলে যাঁরা এই সমস্যায় আক্রান্ত, তাঁরা দুধ খাওয়া ছাড়লে উপকার পেতে পারেন।

২। অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি অনেকেরই দুধ খেলে পেটের সমস্যা দেখা দেয়। তাই তাঁদের ক্ষেত্রে খাদ্যতালিকা থেকে দুধ বাদ দিলে হজমের সমস্যা কমতে পারে এবং অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি হতে পারে। কমতে পারে গ্যাস-অম্বলের সমস্যাও।

Advertisement

৩। মেজাজ হারানোর সমস্যায়গরুর দুধে এমন কিছু হরমোন থাকে যা নিয়মিত পান করলে শরীরের প্রয়োজনীয় যৌন হরমোনের (ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন) ভারসাম্যের বিগড়ে যেতে পারে। তাই এই ধরনের সমস্যা থাকলে দুধ না খাওয়াই ভাল।

৪। ওজন কমাতেদুধ না খেলেই যে ওজন কমে যাবে এমনটা ভাবার কোনও কারণ নেই তবে দুধ ও দুগ্ধজাত পদার্থের চর্বি অনেক সময় ওজন কমানোর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।

তবে মনে রাখবেন, সবার শরীর সমান নয়। তাই দুধ যদি ছাড়তেও হয় তবে তার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে অবশ্যই।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন