Hair Fall causes

ছেলেদের টাক পড়ার কারণ শুধু চুলের অযত্ন নয়, শরীরে কিছু রোগ বাসা বাঁধলেও হতে পারে

কেবল বংশগত কারণ, চুলের অযত্ন টাক পড়ার জন্য দায়ী নয়। শরীরে কিছু রোগ বাসা বাঁধলেও এমন হতে পারে। কী কী সেই রোগ?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৫ ১৬:০৩
Share:

কোন কোন রোগের কারণে টাক পড়তে পারে? ছবি: ফ্রিপিক।

মাথাজোড়া টাক কারই বা ভাল লাগে! চল্লিশ পেরোলে অনেক ছেলেরই চুল উঠে টাক পড়ার প্রবণতা দেখা যায়। একমাথা ঘন চুল ঝরে গিয়ে টাক পড়তে থাকলে, মনে দুঃখ তো হবেই। টাক ঢাকতে কখনও পরচুলা, আবার কখনও টুপি দিয়ে আড়াল করার চেষ্টা চলতেই থাকে। কেন ওই বয়সে গিয়েই চুল পাতলা হতে থাকে বা টাক পড়তে থাকে, তার কিছু কারণ রয়েছে। কেবল বংশগত কারণ, চুলের অযত্ন এর জন্য দায়ী নয়। শরীরে কিছু রোগ বাসা বাঁধলেও এমন হতে পারে। চল্লিশ পেরিয়ে গেলে মহিলাদের মতো পুরুষের শরীরেও হরমোনের ওঠানামা চলতে থাকে। সে কারণে কিছু রোগও বাসা বাঁধতে থাকে শরীরে। সেই সব রোগের একটি লক্ষণই হল চুল উঠতে থাকা।

Advertisement

কেন পড়ে টাক?

১) আয়রনের ঘাটতি

Advertisement

আয়রনের ঘাটতিতে কেবল যে মহিলারাই ভোগেন তা নয়, পুরুষের শরীরেও আয়রনের ঘাটতি হলে গোছা গোছা চুল উঠতে শুরু করে। ফেরিটিন নামে এক ধরনের প্রোটিন আছে যা আয়রন সঞ্চয় করে রাখে। এই প্রোটিনের তারতম্য হলে আয়রনের ঘাটতি হতে থাকে। চল্লিশের পরে ছেলেদের টাক পড়ার একটি কারণই হল শরীরে আয়রনের ঘাটতি।

২) থাইরয়েড

থাইরয়েড হরমোনের হেরফের হলে চুল পড়ার সমস্যা বাড়ে। থাইরয়েড হরমোন আয়রন, ক্যালশিয়ামের মতো খনিজ শোষণ করে। এই খনিজগুলি চুলের বৃদ্ধির জন্য উপকারী। হাইপোথাইরয়েডিজ়ম এবং হাইপারথাইরয়েডিজ়ম— উভয় রোগের ক্ষেত্রেই চুল ঝরতে শুরু করে।

৩) অটোইমিউন রোগ

কোনও এক অজ্ঞাত কারণে শরীরের নিজস্ব ইমিউন সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ব্যবস্থা মাথার হেয়ার ফলিকলদের শত্রু মনে করে। আর এই কারণে সেগুলিকে ধ্বংস করে দেয়। ফলে চুল তো ঝরে পড়েই, নতুন করে চুল গজাতেও পারে না। এই রোগকে বলে ‘অ্যালোপেশিয়া অ্যারেটা’। যাঁদের পরিবারে বাড়াবাড়ি রকমের থাইরয়েডের সমস্যা, শ্বেতি, রিউমাটয়েড আর্থ্রাইটিস, লুপাস অথবা আলসারেটিভ কোলাইটিস আছে তাঁদের এই সমস্যা কিছুটা বেশি দেখা যেতে পারে।

৪) হরমোনের গোলমাল

পুরুষের অ্যান্ড্রোজেন হরমোনও এর জন্য দায়ী। অ্যান্ড্রোজেন হরমোন ক্ষরণের তারতম্যে চুল উঠতে থাকে। এই হরমোনটির তারতম্য হলে চুলের গোড়া দুর্বল হতে থাকে। একে বলে 'অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া'।

৫) হদ্‌রোগও কি কারণ?

‘জার্নাল অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড হেল্‌থ’-এ প্রকাশিত তথ্য অনুসারে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া হার্টের রোগের ঝুঁকি বৃদ্ধি করতে পারে। যেহেতু অ্যান্ড্রোজেন হরমোনের গোলমাল শুরু হয়, তাই তার থেকে মেটাবলিক সিনড্রোম ও হৃদ্‌রোগের আশঙ্কা কয়েক গুণ বেড়ে যায়। সমীক্ষায় দেখা গিয়েছে, ত্রিশ বছর বয়সের পরেই যাঁদের চুল উঠে টাক পড়ার সমস্যা দেখা দিয়েছে, তাঁদের মেটাবলিক সিনড্রোম বা হাইপারটেশন, স্থূলত্ব বা শরীরে কোলেস্টেরলের মাত্রা অত্যন্ত বেশি। আর এ সবই হার্টের উপর প্রভাব ফেলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement