Nail Care Tips

পুজোয় সালোঁ থেকে নখ রাঙানোর পর পরিকল্পনা করছেন? সাবধান না হলেই বাড়বে ক্যানসারের ঝুঁকি

১ সেপ্টেম্বর থেকে মহাদেশ জুড়ে জেল নেলপলিশের বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৫
Share:

জেল নখরঞ্জনীর সঙ্গে কি ক্যানসারের যোগ রয়েছে? ছবি: সংগৃহীত।

নখ রাঙাতে কমবেশি সব মেয়েরাই পছন্দ করেন। বাজারে ম্যাট নেলপলিশের থেকে জেল নেলপলিশেরই চাহিদা বেশি। চকচকে নখ অনেকেরই প্রিয়। ১ সেপ্টেম্বর থেকে মহাদেশ জুড়ে জেল নেলপলিশের বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপে যে কোনও প্রসাধনী সামগ্রীতে ট্রাইমিথাইলবেনজ়য়েল ডাইফিনাইলফসফিন অক্সাইডের (টিপিও) ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বেশির ভাগ জেল নেলপলিশেই এই রাসায়নিকটি ব্যবহার করা হয়। এই যৌগটিই নেলপলিশকে তাড়াতাড়ি শুকোতে সাহায্য করে এবং নেলপলিশের রং অনেক দিন ধরে রাখে।

Advertisement

বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, টিপিও কিন্তু প্রজনন ক্ষমতার উপরেও প্রভাব ফেলে। অন্তঃসত্ত্বা অবস্থায় বেশি মাত্রায় এই যৌগের সংস্পর্শে এলে গর্ভস্থ শিশুরও ক্ষতি হতে পারে। এই যৌগটিকে কার্সিনোজেনিক বলেও চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ এর থেকে ক্যনসারেরও ঝুঁকি রয়েছে।

ইদানীং নেলআর্ট করার চল বেড়েছে। সেখানে নখগুলিকে জেল নেলপলিশ দিয়ে রাঙিয়ে ইউভি (আলট্রা ভায়োলেট) বা এলইডি লাইটের নীচে শুকিয়ে নেওয়া হয় আর তাতেই আসে নখের উপর চকচকে পরত। এই সব নেলপলিশে সলভেন্ট, অ্যাক্রিলেটের মতো রাসায়নিকগুলিও বহুল মাত্রায় ব্যবহার করা হয়। আর এর প্রভাবে নখের তো ক্ষতি হয়ই, এর পাশাপাশি অ্যালার্জি, ত্বকের নানা সমস্যাও কিন্তু হতে পারে। জেল নেলপলিশ শুকোনোর জন্য যে ইউভি লাইট ব্যবহার করা হয়, তা-ও কিন্তু ত্বকের মারাত্মক ক্ষতি করে। জেল নেলপলিশের অত্যধিক ব্যবহারের পরে নখ ক্রমশ পাতলা আর ভঙ্গুর হতে শুরু করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement