Monsoon laundry tips

বর্ষার দিনে তোয়ালে থেকে ত্বকের সমস্যার আশঙ্কা, কত দিন অন্তর সেটি পরিষ্কার করা উচিত?

অপরিচ্ছন্ন তোয়ালে থেকে ত্বকের নানা সমস্যা হতে পারে। বিশেষ করে, বর্ষাকালে ভিজে তোয়ালে অজান্তেই চর্মরোগের কারণ হতে উঠতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১৯:৪৬
Share:

প্রতীকী চিত্র। ছবি: সংগৃহীত।

বাড়িতে তোয়ালে অনেকেই ব্যবহার করেন। কিন্তু তা কি সময় মতো পরিষ্কার করা হয়? কারণ তোয়ালে যদি নিয়মিত ধোওয়া না হয়, তা হলে ত্বকের নানা সমস্যা হতে পারে। বিশেষ করে বর্ষাকালে এই সমস্যা আরও বাড়ে।

Advertisement

কী কী সমস্যা

স্নানের পর তোয়ালে দিয়ে গা মোছার সময়, মৃত কোষ ছাড়াও বাতাসের ধুলো-ময়লা এবং জীবাণু তার মধ্যে জমা হয়। দীর্ঘ দিন এই তোয়ালে ব্যবহার করলে ত্বকে সংক্রমণ হতে পারে। গামছার তুলনায় তোয়ালে মোটা হয়। তাই তা শুকোতেও সময় বেশি লাগে। তোয়ালে ভাল করে না ধুলে, তার মধ্যে জীবাণু বাসা বাঁধতে পারে।

Advertisement

বিশেষ করে বর্ষাকালে ভেজা তোয়ালে থেকে অনেক সময় দাদ বা হাজা পর্যন্ত হতে পারে। মুখে ব্রণ বা ফুস্কুড়ি থাকলে, তোয়ালে বা গামছায় তার ক্ষুদ্র অংশ বিশেষ রয়ে যেতে পারে। তার ফলে তোয়ালের মধ্যে জীবাণুর সংক্রমণ বাড়তে পারে। ফলে তোয়ালেটি না ধুয়ে বেশি দিন ব্যবহার করা উচিত নয়।

কী করা উচিত

স্নানের সময় যে তোয়ালে ব্যবহার করা হয়, তা সাধারণত তিন বার ব্যবহার করার পর ধুয়ে নেওয়া উচিত। তোয়ালে গরম জলে সাবান দিয়ে আগে এক-দু’ঘণ্টা ভিজিয়ে রাখা উচিত। তার পর ধুয়ে নেওয়া উচিত। শুকিয়ে নিয়ে সব থেকে সুরক্ষিত থাকা যায়।

অন্য দিকে হাত মোছার তোয়ালে এক দিন অন্তর পরিবর্তন করা উচিত। এ ক্ষেত্রে ৩-৪ টি তোয়ালে থাকলে সারা সপ্তাহে অদল বদল করে ব্যবহার করা যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement