swollen fingers

ঘন ঘন হাতের আঙুল ফোলে? অবহেলা করলে কোন কোন সমস্যা জাঁকিয়ে বসবে?

হাতের আঙুলে ফোলাভাব দেখা দিলে অবহেলা করা উচিত নয়। অনেক সময়েই তা একাধিক শারীরিক অসুস্থার দিকে ইঙ্গিত করতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ১১:৫৩
Share:

— প্রতীকী চিত্র।

যে কোনও বয়সেই হাতের আঙল ফুলে যেতে পারে। সাধারণত পুড়ে গেলে বা চোট আঘাতের ফলে আঙুল ফুলতে পারে। কিন্তু তা ছাড়াও একাধিক কারণে আঙুল ফুলতে পারে। এই পরিস্থিতি শরীরের একাধিক অসুস্থতার দিকে নির্দেশ করে।

Advertisement

১) আঙুলের মধ্যে কখনও কখনও ফ্লুইড জমে তা ফুলে যেতে পারে। এই পরিস্থিতিতে এডেমা বলা হয়। ডায়েটে অতিরিক্ত নুন, জলশূন্যতার ফলে আঙুলে জল জমতে পারে। অনেক সময়ে দেহে হরমোনের তারতম্য ঘটলে আঙুল ফুলে যায়। অনেক সময়ে আঙুল ফোলা কিডনির কোনও সমস্যার দিকে ইঙ্গিত করতে পারে। নুন কম খেলে এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করলে এই পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব।

২) আর্থ্রাইটিসের ফলে অনেক সময়ে আঙুল ফুলতে পারে। এমনকি আঙুল বেঁকেও যেতে পারে। সকালে ঘুম থেকে উঠে আঙুল যদি অসাড় হয়ে যায়, তা হলে সতর্ক হওয়া উচিত। এ ক্ষেত্রে হাতে গরম সেঁক দেওয়া যেতে পারে। আঙুলে বেশি ব্যথা হলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।

Advertisement

৩) দেহে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেলে বাত হতে পারে। বাত থেকেও হাতের আঙুল ফুলে যেতে পারে। তাই হাতের আঙুলে ঘন ঘন ব্যথা হলে বা আঙুল লাল হলে সতর্ক হওয়া উচিত।

৪) অনেক সময়ে নখে কোনও সংক্রমণ বা আঙুলে ক্ষত থেকেই এই ফোলা ভাব তৈরি হতে পারে। আবার কয়েকটি বিশেষ ব্যাক্টেরিয়ার সংক্রমণ থেকেও হাতের আঙুল ফুলতে পারে। চোট আঘাতের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক প্রয়োজন। সময়ে চোটের অংশটি যাতে পরিচ্ছন্ন থাকে, সে বিষয়ে খেয়াল রাখা উচিত।

৫) অনেক সময়ে কোনও অ্যালার্জি থেকে আঙুল ফুলতে পারে। এ ক্ষেত্রে আঙুলে চুলকানি হতে পারে। এই ধরনের অ্যালার্জি অনেক সময়ে ত্বকের গভীরে এবং দেহের উপরের অংশেও ছড়িয়ে পড়ে। তার ফলে শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হতে পারে। এ রকম পরিস্থিতিতে সত্বর চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement