প্রতীকী চিত্র। ছবি: সংগৃহীত।
মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কিন্তু অনেকেই মদ্যপানে আসক্ত। কেউ আবার মাঝেমধ্যে মদ্যপান করে থাকেন। এই অভ্যাসের সঙ্গে মানুষের আয়ুর যোগসূত্র নিয়ে গবেষণা এবং আলোচনা চলতেই থাকে। সম্প্রতি একটি গবেষণায় নতুন তথ্য প্রকাশ্যে এসেছে।
সম্প্রতি ‘জার্নাল অফ স্টাডিজ় অন অ্যালকোহল অ্যান্ড ড্রাগস’-এ এই প্রসঙ্গে একটি নতুন গবেষণাপত্র প্রকাশ্যে এসেছে। সেখানে দাবি করা হয়েছে, অল্প পরিমাণে মদ্যপান করলেও তা মানুষের আয়ু কমিয়ে দিতে পারে। উদাহরণ হিসেবে যেমন বলা হয়েছে, প্রতি সপ্তাহে দু’পেগ মদ্যপান করলে কোনও ব্যক্তির আয়ু তিন থেকে ছ’দিন কমে যেতে পারে। আবার প্রতি সপ্তাহে, অ্যালকোহল রয়েছে এ রকম সাতটি পানীয় পান করলে ব্যক্তির আয়ু দুই থেকে আড়াই মাস পর্যন্ত কমে যেতে পারে। আবার কোনও ব্যক্তি সারা সপ্তাহে যদি ৩৫টি অ্যালকোহল যুক্ত পানীয় পান করেন, তা হলে তাঁর আয়ু দু’বছর কমে যেতে পারে।
কানাডার গবেষক টিম স্টকওয়েল এই সমীক্ষাটির সঙ্গে জড়িত। তিনি সংবাদমাধ্যমে মদ্যপানকে কোনও সহজাত প্রবৃত্তি হিসেবে বিবেচনা না করার আবেদন জানিয়েছেন। গবেষণায় একটি গড় ধারণা প্রকাশ করা হয়েছে। তবে গবেষকেদের ধারণা, ব্যক্তিভেদে মদ্যপানের প্রভাব পড়ে।
একটা সময়ে মনে করা হত, পরিমিত মদ্যপান স্বাস্থ্যের ক্ষতি করে না। কিন্তু এই গবেষণায় দাবি করা হয়েছে, সামান্যতম মদ্যপানও শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে। পাশাপাশি কে কতটা মদ্যপান করেন, তার উপরেও নির্ভর করে দীর্ঘকালীন পরিস্থিতিতে যকৃৎ, হার্টের সমস্যা হতে পারে। এমনকি মদ্যপান থেকে ক্যানসারও হতে পারে।