Fish

Health Tips: মাছ-ভাত খাওয়ার পরই এক গ্লাস দুধ! স্বাস্থ্যের জন্য ভাল না মন্দ

বিড়ালের মতো সুখ সকলের হয় না। মাছ আর দুধ খেয়ে জীবন কাটিয়ে দেওয়া সহজ নয়। কিন্তু কেন মাছ আর দুধ একসঙ্গে খেতে বারণ করা হয়?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ জুলাই ২০২২ ১৮:৫৬
Share:

মাছ-ভাত খাওয়ার পর আবার দুধ! একসঙ্গে মাছ আর দুধের কথা উঠলেই অনেকের নিজের ঠাকুরমা-দিদিমাদের কথা মনে পড়বে। মাছ আর দুধ খেলে কত রকম ক্ষতি হতে পারে, তা নিয়ে সব সময়ে সতর্ক করতেন তাঁরা।

Advertisement

কিন্তু কী হয় মাছ আর দুধ একসঙ্গে খেলে? এ প্রশ্ন শুনে আবার এ প্রজন্মের অনেকেই বলেন, ও সব সেকেলে ধারণা। আসলে কোনওই ক্ষতি হয় না দুধ আর মাছ একসঙ্গে খেলে।

তবে কি মাছ আর দুধ একসঙ্গে না খাওয়ার পরামর্শ আসলে সংস্কার?

Advertisement

কারও যদি মাছ বা দুধ কোনও একটিতে অ্যালার্জি থাকে, তা হলেই আসলে সমস্যা দেখা দিতে পারে। অ্যালার্জি না থাকলে এমন কোনও ক্ষতি হওয়ার কারণ নেই।

তা হলে কেন একসঙ্গে না খেতে বলা হয় এই দু’টি খাবার?

এর কারণ একটিই। মাছ এবং দুধ, দু’টিই বেশ ভারী খাবার। খাদ্যের নানা রকম উপাদানে ভরপুর। ফলে হজম হতেও সময় লাগে যথেষ্ট। এমন ধরনের খাবার যদি একসঙ্গে খাওয়া হয়, তবে তা হজমের গতি আরও কমিয়ে দিতে পারে। মূলত সে কারণে মাছ আর দুধ একসঙ্গে না খেতে বলা হত।

তবে কি মাছ আর দুধ একসঙ্গে খাওয়া যায়?

না খাওয়ার কিছু নেই। কারণ এতে যে সমস্যা হবেই, এমন নয়। তবে যাঁদের হজমশক্তি দুর্বল, তাঁরা না খাওয়াই ভাল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন