দ্রুত ওজন ঝরাতে হলে কখন গ্রিন টি খাবেন? ছবি: শাটারস্টক।
ওজন নিয়ন্ত্রণে রাখতে অনেকেই এখন দুধ চা ছেড়ে দিয়ে গ্রিন টি খেতে শুরু করেছেন। শুধু তো রোগা হওয়া নয়, শরীরের ছোটখাটো সমস্যা এড়াতেও গ্রিন টি-র জুড়ি মেলা ভার। তবে কখন, কী ভাবে এবং কতটা খাওয়া জরুরি— তা জেনে নেওয়া প্রয়োজন। খালি পেটে ঘুম থেকে উঠে গ্রিন টি কিংবা রাতে ঘুমাতে যাওয়ার আগে গ্রিন টি খাওয়া মোটেও স্বাস্থ্যকর নয়।
অন্যান্য চায়ের তুলনায় গ্রিন টি বেশ স্বাস্থ্যকর। গ্রিন টি শরীরে খারাপ কোলেস্টেরল ‘এলডিএল’ জমতে দেয় না। রক্তনালিতে এই সব ফ্যাট জমলে রক্ত সঞ্চালন বাধা পায়। বিপাকহারের মাত্রা বাড়িয়ে দিতে, দ্রুত ফ্যাট ঝরাতে সাহায্য করে গ্রিন টি। এই চা পলিফেনল ও ফ্ল্যাভোনয়েডের মতো অ্যান্টি-অক্সিড্যান্টে পরিপূর্ণ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করে। ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী গ্রিন টি। যদি গ্রিন টি নিয়ম মেনে খাওয়া যায়, তা হলে আরও দ্রুত মিলবে সুফল। দেখে নেওয়া যাক নিয়মগুলো।
১) অনেকেই মনে করেন, ভরপেট খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে গ্রিন টি খেলে শরীরের ক্যালোরি নাকি অনেকটাই ঝরে যায়। এই ধারণা মোটেই ঠিক নয়। প্রোটিন পরিপাক হতে শরীরের একটি নির্দিষ্ট সময় লাগে। সেই সময়টি শরীরকে দিতে হবে। গ্রিন টি এই প্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি করে। এ ছাড়া গ্রিন টি-তে অনেক রকম যৌগ থাকে, যা খাবারে উপস্থিত যৌগের সঙ্গে বিক্রিয়া করতে শুরু করে। এর ফলে খাবারে থাকা আয়রন, কপার আর ক্রোমিয়ামের মতো উপাদানগুলি শরীরে শোষিত হয় না। তাই খাওয়ার পর এই চা না খাওয়াই ভাল।
২) খালি পেটে গ্রিন টি খাওয়া ঠিক নয় একেবারে। খালি পেটে এই চা খেলে পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। ফলে হজমে গন্ডগোল হয়। তাই সকালে হালকা কিছু খেয়ে তার পরেই এই চা খান।
৩) অনেকেই সকালে চা খাওয়ার পর ওষুধ খান। গ্রিন টি খাওয়ার পর ওষুধ খাবেন না। ওষুধের মধ্যে থাকা রাসায়নিক যৌগ গ্রিন টি-র সঙ্গে বিক্রিয়া করে বদহজমের সমস্যা হতে পারে।
৪) রাতে ঘুমোনোর আগে কখনও গ্রিন টি খাবেন না। এতে থাকা ক্যাফিন ঘুম আসতে বাধা দেয়। এ ছাড়া রাতের বেলা গ্রিন টি-এ চুমুক দিলে উদ্বেগ তৈরি হতে পারে, রক্তচাপ বেড়ে যাওয়ারও ঝুঁকি তৈরি হয়।
৫) তাড়াহুড়োয় গ্রিন টি-তে চুমুক দিলে লাভ হয় না। আয়েশ করে ধীরে ধীরে এই চা খেলে তবেই বিপাক হার বাড়বে।
ওজন ঝরাতে চাইলে ঠিক কখন গ্রিন টি খাওয়া উচিত?
বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে সকালে ব্যায়াম শুরু করার আগে গ্রিন টি-এ চুমুক দিলে সবচেয়ে ভাল ফল পাওয়া যায়। ব্যায়ামের আগে গ্রিন টি খেলে তা ব্যায়ামের সময় মেদ ঝরার প্রক্রিয়াটি দ্রুত করতে সাহায্য করে।