Thyroid Problem

থাইরয়েডের সমস্যায় মহিলারাই কেন বেশি ভোগেন? কোন বয়সে এই রোগের ঝুঁকি বেশি?

আমেরিকান থাইরয়েড অ্যাসোসিয়েশন (এটিএ)জানাচ্ছে, যদি প্রতি ১০০ জনের মধ্যে এক জন পুরুষ থাইরয়েড আক্রান্ত হন, তবে মহিলাদের মধ্যে আক্রান্তের সংখ্যা ৫-৮।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৭:২৩
Share:

কেন মহিলাদেরই বেশি থাইরয়েড হয়? ছবি: ফ্রিপিক।

পুরুষের চেয়ে মহিলারাই বেশি ভোগেন থাইরয়েডের সমস্যায়। অন্তত তেমনই মনে করে আমেরিকান থাইরয়েড অ্যাসোসিয়েশন (এটিএ)। তারা জানাচ্ছে, যদি প্রতি ১০০ জনের মধ্যে এক জন পুরুষ থাইরয়েড আক্রান্ত হন, তবে মহিলাদের মধ্যে আক্রান্তের সংখ্যা ৫-৮। কেন মহিলারাই থাইরয়েডে বেশি ভোগেন, সে কারণও জানিয়েছেন গবেষকেরা।

Advertisement

কেন মহিলারা বেশি ভোগেন থাইরয়েডের সমস্যায়?

এর কারণই হল হরমোনের গোলমাল। মহিলাদের শরীরের দুই হরমোন ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের ক্ষরণে তারতম্য হলে, তখন থাইরয়েডের সমস্যা দেখা দেয়। আমেরিকান থাইরয়েড অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণ যদি অত্যধিক মাত্রায় হয়, তা হলে থাইরয়েড হরমোনের কার্যকারিতা কমে যায়। তখনই সমস্যার সূত্রপাত হয়।

Advertisement

গলায় শ্বাসনালির সামনের দিকে থাকে থাইরয়েড গ্রন্থি। এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন শরীরের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে। এর মধ্যে রয়েছে বিপাকক্রিয়া, বুদ্ধির বিকাশ, শরীরের বৃদ্ধি ও গঠন, মহিলাদের ক্ষেত্রে ঋতুচক্র, গর্ভধারণ ইত্যাদি। থাইরয়েড হরমোন দু’প্রকার, টি-থ্রি ও টি-ফোর, যা নির্দিষ্ট মাত্রায় রক্তে থাকে। এই দুই হরমোনের ক্ষরণ যখন অস্বাভাবিক বেড়ে যায় বা কমে যায়, তখনই থাইরয়েড হয়। হাইপোথাইরয়েডিজ়মের ক্ষেত্রে হরমোনের মাত্রা কমে যায়। তবে যদি এই থাইরয়েডের চিকিৎসা সঠিক সময়ে না হয়, তখন হরমোনের ভারসাম্য এতটাই বিগড়ে যায় যে, রক্তে টি-থ্রি ও টি-ফোর সহ আরও নানা হরমোনের ক্ষরণও বাড়তে শুরু করে। তখন আরও নানা রোগ এসে উৎপাত শুরু করে।

থাইরয়েড হল সেই হরমোন, যা এক বার ভারসাম্য হারালে গোটা শরীরেরই সুস্থতা বিপন্ন হতে পারে। আর সেই কারণেই বাড়তি সতর্ক থাকা জরুরি। থাইরয়েড হরমোন যেমন বিপাকের হার নিয়ন্ত্রণ করে, তেমনই হার্টের সঙ্গেও সমানে যোগাযোগ রেখে চলে। এ হরমোনের এতটাই ক্ষমতা যে, কত জোরে হৃৎস্পন্দন হবে, তা-ও প্রভাবিত করতে পারে। থাইরয়েডের চিকিৎসা যদি সঠিক সময় না হয়, তা হলে হার্টের সমস্যাও দেখা দিতে পারে। নিয়ন্ত্রিত জীবনযাত্রা, নিয়মিত শরীরচর্চা ও সুষম আহার থাইরয়েডের সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement