ছবি: সংগৃহীত।
রথযাত্রা মানেই যেমন জগন্নাথদেবের নিজের বাড়ি থেকে রথে চেপে মাসির বাড়ি বেড়াতে যাওয়া, তেমনই বাচ্চারাও এই দিন ছোট ছোট রথ নিয়ে আনন্দে মেতে ওঠে। নানা রঙের রথ নিয়ে তারা শোভাযাত্রা বার করে। বাড়ির বড়দের উপর দায়িত্ব পড়ে সেই রথকে সুন্দর করে সাজিয়ে তোলার। ছোটরাও তাতে শামিল হয়। রথের দিন সকাল থেকে শুরু হয় সেই সাজানোর পালা। তার পর বিকালের দিকে সেই রথের দড়িতে পড়ে টান। রথ ছোট হোক বা বড়, সাজানোর সময় মাথায় রাখতে হবে বিশেষ কয়েকটি জিনিস। তা হলেই উপচে পড়বে সৌভাগ্য। রথ সাজানোর ক্ষেত্রে কোনও ভুল হলে রুষ্ট হতে পারেন জগন্নাথদেব। তাই সঠিক নিয়ম মেনে রথ সাজানোই কাম্য। জেনে নিন সেগুলি কী কী।
রথ সাজানোর নিয়মকানুন:
১. রথ সাজানোর ক্ষেত্রে ব্যবহার করতে হবে উজ্জ্বল রঙের কাগজ। হলুদ, লাল, গোলাপি— এই সকল রঙের কাগজ ব্যবহার করা যেতে পারে।
২. রথের মাথায় ধ্বজা লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই লাল বা কমলা রঙের ধ্বজা রথের মাথায় লাগাতে পারলে খুব ভাল হয়।
৩. জগন্নাথদেবকে সাজানোর ক্ষেত্রে তুলসীপাতার মালা অবশ্যই ব্যবহার করতে হবে। তুলসীপাতা জগন্নাথের প্রিয় জিনিস, তাই জগন্নাথকে সাজানোর ক্ষেত্রে এই পাতা অবশ্যই ব্যবহার করতে হবে।
৪. ফুলের ক্ষেত্রে ব্যবহার করতে হবে সাদা সুগন্ধিযুক্ত ফুল। এ ছাড়া গাঁদা এবং কদমফুলও ব্যবহার করা যেতে পারে।
৫. রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে বসানোর সময় নীচে কাপড় পেতে বসাতে হবে। এ ক্ষেত্রে হলুদ রঙের কাপড় ব্যবহার করতে পারলে খুব ভাল হয়। এরই সঙ্গে ধূপকাঠিও জ্বালাতে হবে।