রাজরাজেশ্বর যোগ কি আপনার হাতে আছে

পার্থ প্রতিম আচার্য্য ভবিষ্যতকে জানার জন্য যে সমস্ত পদ্ধতিগুলি প্রচলিত আছে তাদের মধ্যে ‘হস্তরেখা জ্ঞান’ একটি বহুল প্রচলিত পদ্ধতি। কি ভাবে বুঝবেন আপনার হাতের রাজরাজেশ্বর যোগ

Advertisement
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৭ ০২:৪২
Share:

অনাগত ভবিষ্যতকে জানা মানুষের একটি স্বভাবজ বৈশিষ্ট্য। কারণ মানুষের জিজ্ঞাসু প্রবৃত্তিকে নিবৃত করার জন্যই মানুষ জানতে চায় তার ভবিষ্যৎ। ভবিষ্যতকে জানার জন্য যে সমস্ত পদ্ধতিগুলি প্রচলিত আছে তাদের মধ্যে ‘হস্তরেখা জ্ঞান’ একটি বহুল প্রচলিত পদ্ধতি।

Advertisement

কি ভাবে বুঝবেন আপনার হাতের রাজরাজেশ্বর যোগ দেখে নেওয়া যাকঃ-
হাতে রবি পর্বত যদি বিকশিত ও পুষ্ট হয় এবং রবিরেখাটি হাতের তালুর মাঝখানে এসে দিক পরিবর্তন করে শুক্র পর্বতে উপস্থিত হয়, তাহলে এই যোগটির সৃষ্টি হয়।
আরও কয়েকটি পর্যায়েও রাজরাজেশ্বর যোগটিকে সংঘটিত হতে দেখা যায়। হাতের আকৃতি যদি লম্বাটে ধরণের হয় এবং আঙ্গুলগুলির মধ্যে যদি কোনও সন্ধি না থাকে তাহলেও রাজরাজেশ্বর যোগটি সংঘটিত হয়।
যদি আপনার হাতে অনামিকা অর্থাৎ রবির আঙ্গুল এবং কনিষ্ঠা অর্থাৎ বুধের অঙ্গুলের দৈর্ঘ্য সমান হয় তাহলেও বুঝবেন আপনার ভাগ্যে রাজরাজেশ্বর যোগটি সংঘটিত হয়েছে।

এখন দেখে নেওয়া যাক যে কোনও পর্যায়েই হোকনা কেন, যদি আপনার হাতে এই যোগটি থাকে তাহলে কিরূপ ফল পেতে পারেনঃ—
১। জাতক/জাতিকা পূর্ণরূপে সুখী এবং সফল ব্যক্তিত্বের অধিকারী হবেন।
২। এরকম ব্যক্তি ধনী এবং বিবিধ ঐশ্বর্যের অধিকারী হয়ে থাকেন।
৩। জীবনের কোনও ক্ষেত্রেই এরা কোনও বিষয়ে অভাব অনুভব করেন না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement