Astrological Tips

বাড়ি ধন-সম্পত্তিতে ভরে রাখার জন্য কোন গাছ রাখতেই হবে? কী বলে জ্যোতিষশাস্ত্র?

কয়েকটি গাছ বাড়িতে লাগিয়ে নিজের জীবনকে সুন্দর করুন ও আর্থিক দিক থেকে ভরিয়ে তুলুন।

Advertisement

শ্রীমতি অপালা

কলকাতা শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১২:২৫
Share:

অনেক গাছ মা লক্ষ্মীর আশির্বাদে আমাদের জীবনে শুভ বার্তা বয়ে আনে। ছবি: সংগৃহীত।

গাছ লাগানো আমাদের প্রায় সব মানুষেরই শখ থাকে। এ ছাড়া গাছ লাগানো সব শাস্ত্রে ও সব ধর্মে অতি পবিত্র বলে মনে করা হয়। অনেক গাছ মা লক্ষ্মীর আশির্বাদে আমাদের জীবনে শুভ বার্তা বয়ে আনে। সেই সব গাছ বাড়িতে লাগিয়ে নিজের জীবনকে সুন্দর করুন ও আর্থিক দিক থেকে ভরিয়ে তুলুন।

Advertisement

বাড়িতে কোন কোন গাছ রাখতে হয়?

ধান গাছ– বাড়িতে ধান গাছ রাখলে সেই বাড়ি থেকে মা লক্ষ্মীর কৃপা কখনও সরে যায় না। এখন প্রশ্ন এটা যে ধান গাছ জমিতে হয়, বাড়িতে হবে কী ভাবে? বাড়ির ছোট কিছুটা অংশে বা টবে সামান্য ধান গাছ বসানো যেতে পারে। তবে অবশ্যই মনে রাখতে হবে যে, সে ধান শুধুমাত্র পুজোর কাজে ব্যবহার করতে হবে।

Advertisement

মানি প্লান্ট– যদি এই সব গাছ লাগানোর জায়গা বাড়িতে না থাকে, তা হলে অবশ্যই বাড়িতে একটি মানি প্লান্ট লাগান।

সুপুরি গাছ– সুপুরি গাছ মা লক্ষ্মী দেবীর অন্য আরেকটি পছন্দের গাছ। যে বাড়িতে সুপারি গাছ থাকে সেই বাড়িতে সদা মা লক্ষ্মীর আশির্বাদ থাকে।

কলা গাছ– বাড়িতে কলা গাছ লাগানো অত্যন্ত শুভ লক্ষণ মনে করা হয়। এর ফলে বাড়ির পরিবেশ সর্বদা মঙ্গলময় থাকে। তবে কলা গাছ কখনও বাড়ির সামনে লাগানো যাবে না।

তুলসী গাছ– বাড়িতে অবশ্যই তুলসী গাছ লাগাতে হবে। তুলসী গাছ বাড়িতে থাকলে বাড়ি সব সময়ে পবিত্র ও অর্থে ভরে থাকে।

পদ্ম গাছ– বাড়িতে ছোট জলাশয় তৈরি করে পদ্ম গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মানা হয়। এটি মা লক্ষ্মীর খুব প্রিয় গাছ।

নারকেল গাছ– নারকেল গাছ বাড়িতে রাখা খুব শুভ লক্ষণ মনে করা হয়। ডাব বা নারকেল আমাদের প্রায় সব পুজোতেই ব্যবহার করা হয়। এই গাছ বাড়িতে থাকলে মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পদ ভরে থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন