Jagadhatri Puja 2025 Date and Time

দেবী জগদ্ধাত্রীর শক্তির সামনে মাথা নুইয়েছিলেন দেবতারাও! জগতের ধাত্রীর পুজো কবে পড়েছে? অষ্টমী ও নবমী কবে?

অহং নাশের উদ্দেশে দেবী দেবতাদের শক্তির পরীক্ষা নেন। কিন্তু সেই পরীক্ষাতে সকল দেবতাই ব্যর্থ হন। দেবতাগণের ভুল ভাঙে। তাঁরা উপলব্ধি করেন যে দেবী জগদ্ধাত্রীর শক্তি সকল শক্তিকে ছাপিয়ে যায়।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ০৭:২৬
Share:

—প্রতীকী ছবি।

দেবী জগদ্ধাত্রী দেবী দুর্গারই আর এক রূপ। দেবী জগদ্ধাত্রী হলেন সিংহবাহিনী চতুর্ভুজা। জগতের ধাত্রী, অর্থাৎ জগতের পালিকা হলেন দেবী জগদ্ধাত্রী। মহিষাসুর বধের পর দেবতাগণ অহঙ্কারী হয়ে ওঠেন। তাঁরা ভুলেই যান যে দেবী জগদ্ধাত্রীর শক্তিতেই তাঁরা শক্তিমান। দেবী উপলব্ধি করেন যে এ বার অহং নাশের প্রয়োজন। অহং নাশের উদ্দেশ্যে দেবী দেবতাদের শক্তির পরীক্ষা নেন। কিন্তু সেই পরীক্ষাতে সকল দেবতাই ব্যর্থ হন। দেবতাগণের ভুল ভাঙে। তাঁরা উপলব্ধি করেন যে দেবী জগদ্ধাত্রীর শক্তি সকল শক্তিকে ছাপিয়ে যায়। তাঁরা দেবী জগদ্ধাত্রীকে সকল শক্তির শ্রেষ্ঠ বলে গ্রহণ করেন। কার্তিক মাসের শুক্ল নবমীতে দেবী জগদ্ধাত্রী পূজিত হন।

Advertisement

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–

অষ্টমী তিথি আরম্ভ–

Advertisement

বাংলা– ১২ কার্তিক, বুধবার।

ইংরেজি– ২৯ অক্টোবর, বুধবার।

সময়– সকাল ৯টা ২৫ মিনিট।

অষ্টমী তিথি শেষ ও নবমী তিথি আরম্ভ–

বাংলা– ১৩ কার্তিক, বৃহস্পতিবার।

ইংরেজি– ৩০ অক্টোবর, বৃহস্পতিবার।

সময়– সকাল ১০টা ৭ মিনিট।

পূর্বাহ্ণ ৯টা ২৮ মিনিটের মধ্যে প্রথমকল্পীয় সপ্তমাদিকল্পে অষ্টমী বিহিত শ্রীশ্রী জগদ্ধাত্রী পুজো প্রশস্তা।

নবমী তিথি শেষ ও দশমী তিথি আরম্ভ–

বাংলা– ১৪ কার্তিক, শুক্রবার।

ইংরেজি– ৩১ অক্টোবর, শুক্রবার।

সময়– সকাল ১০টা ৪ মিনিট।

সকাল ৯টা ২৮ মিনিটের মধ্যে কিন্তু বারবেলানুরোধে সকাল ৮টা ৩২ মিনিটের মধ্যে প্রথমকল্পীয় সপ্তমাদিকল্পে নবমী বিহিত শ্রীশ্রী জগদ্ধাত্রী পুজো প্রশস্তা।

দশমী তিথি শেষ–

বাংলা– ১৫ কার্তিক, শনিবার।

ইংরেজি– ১ নভেম্বর, শনিবার।

সময়– সকাল ৯টা ১২ মিনিট।

সকাল ৯টা ২৮ মিনিটের মধ্যে কিন্তু বারবেলানুরোধে সকাল ৭টা ৮ মিনিট গতে সকাল ৯টা ২৮ মিনিটের মধ্যে শ্রীশ্রী জগদ্ধাত্রী দেবীর দশমী বিহিত পুজো ও বিসর্জন প্রশস্তা।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে–

অষ্টমী তিথি আরম্ভ–

বাংলা– ১০ কার্তিক, মঙ্গলবার।

ইংরেজি– ২৮ অক্টোবর, মঙ্গলবার।

সময়– ভোর ৪টে ২১ মিনিট ৫০ সেকেন্ড।

অষ্টমী তিথি শেষ ও নবমী তিথি আরম্ভ–

বাংলা– ১১ কার্তিক, বুধবার।

ইংরেজি– ২৯ অক্টোবর, বুধবার।

সময়– ভোর ৪টে ৪২ মিনিট ৩১ সেকেন্ড।

নবমী তিথি শেষ ও দশমী তিথি আরম্ভ–

বাংলা– ১২ কার্তিক, বৃহস্পতিবার।

ইংরেজি– ৩০ অক্টোবর, বৃহস্পতিবার।

সময়– ভোর ৪টে ৩২ মিনিট ৩৯ সেকেন্ড।

দশমী তিথি শেষ–

বাংলা– ১৩ কার্তিক, শুক্রবার।

ইংরেজি– ৩১ অক্টোবর, শুক্রবার।

সময়– ভোর ৩টে ৫৩ মিনিট ৩১ সেকেন্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement