Moles

নারীর কোন অঙ্গে তিল থাকা শুভ? নাভির নীচে তিল থাকলে কী হয়? কী বলে জ্যোতিষশাস্ত্র?

আমাদের হাতের রেখা যেমন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ইঙ্গিত দেয়, তেমনই তিল ও আঁচিলও নানা ইঙ্গিত দান করে। জ্যোতিষ মতে নারীদের ক্ষেত্রে কিছু বিশেষ অঙ্গে তিলের অবস্থান সৌভাগ্য নিয়ে আসে।

Advertisement

সুপ্রিয় মিত্র

কলকাতা শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:১৬
Share:

নারীর শরীরে তিলের বিশেষ গুরুত্ব রয়েছে। ছবি: সংগৃহীত।

নারী কিংবা পুরুষ, প্রত্যেকের শরীরেই বিভিন্ন অঙ্গে তিল বা আঁচিল রয়েছে। আমাদের হাতের রেখা যেমন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ইঙ্গিত দেয়, তেমনই তিল এবং আঁচিলও নানা ইঙ্গিত দান করে। তিল কালো, গোলাপি বা লাল রঙের হতে পারে। তিলের আকৃতিও ছোট-বড় বিভিন্ন রকম হতে পারে। আঁচিল বা তিল জন্মগত হতে পারে বা কিছু দিনের জন্য স্পষ্ট হয়ে আবার মিলিয়ে যেতে পারে। তবে জ্যোতিষশাস্ত্র মতে নারীদের ক্ষেত্রে কিছু বিশেষ অঙ্গে তিলের অবস্থান সৌভাগ্য নিয়ে আসে।

Advertisement

নারীর কোন অঙ্গে তিল বা আঁচিল থাকলে তা শুভ?

কোনও নারীর কপালে আঁচিল বা তিল থাকলে তিনি খুবই ভাগ্যবতী।

Advertisement

নারীর বুকে তিল থাকা খুবই শুভ।

নারীর কপালে বাঁ দিকে তিল থাকলে তিনি আজীবন সুখের অধিকারী হন।

নারীর দক্ষিণ স্তনে তিল থাকলে তাঁর জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে থাকে।

যে নারীর নাকের অগ্রভাগে তিল থাকে, তাঁর জীবন আনন্দে ভরে থাকে।

কোনও নারীর নাভির নিম্ন তলে তিল থাকলে তিনি সৌভাগ্যবতী হন।

নারীর বাম বগলে তিল থাকলে তিনি সুলক্ষণা হন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন