Saraswati Puja 2026

কেবল শিক্ষা নয়, মনের মতো চাকরিও ‘খুঁজে দেন’ বাগ্‌দেবী! বসন্ত পঞ্চমীতে পাঁচ জিনিস বাড়িতে আনলে মিলবে সুফল

সরস্বতী পুজোর দিনটি যে কেবল যাঁরা বিদ্যা বা সঙ্গীতের সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁদের জন্যই শ্রেষ্ঠ, তা নয়। যাঁরা কর্মক্ষেত্রে উন্নতি করতে চান, সরস্বতী পুজোর দিনটি তাঁদের জন্যও বিশেষ গুরুত্বপূর্ণ।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৪:২৩
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

২৩ জানুয়ারি ২০২৬, সরস্বতী পুজো। সাধারণত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বাগ্‌দেবীর বন্দনা করা হয়। মা সরস্বতী বিদ্যা, বুদ্ধি, জ্ঞান ও সঙ্গীতের দেবী। যে কোনও সৃজনশীল কাজ তাঁর কৃপায় নিপুণতার সঙ্গে করা যায় বলে বিশ্বাস। তবে এই দিনটি যে কেবল যাঁরা বিদ্যা বা সঙ্গীতের সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁদের জন্যই শ্রেষ্ঠ তা নয়। যাঁরা কর্মক্ষেত্রে উন্নতি করতে চান, সরস্বতী পুজোর দিনটি তাঁদের জন্যও বিশেষ গুরুত্বপূর্ণ। বিশেষ কিছু জিনিস রয়েছে সেগুলি যদি সরস্বতী পুজোর দিন বাড়িতে নিয়ে আসা যায় তা হলে কর্মক্ষেত্রে খুব ভাল সফলতা প্রাপ্তি ঘটে বলে বিশ্বাস। কী কী জিনিস আনতে হবে, জেনে নিন।

Advertisement

কর্মক্ষেত্রে সফলতা প্রাপ্তির উদ্দেশ্যে সরস্বতী পুজোর দিন বাড়িতে কোন জিনিসগুলি নিয়ে আসবেন?

  • দেবী সরস্বতীর একটি মূর্তি এই দিন বাড়িতে আনতে পারেন। যাঁদের বাড়িতে বিদ্যার দেবীর পুজো করা হয় না, তাঁরাও দেবীর একটি মূর্তি সেই দিন বাড়িতে নিয়ে আসুন। সেটিকে হলুদ ফুল দিয়ে পুজো করুন ও নৈবেদ্য দিন। এর ফলে কর্মক্ষেত্রে সফলতা প্রাপ্তির পথ প্রশস্ত হবে।
Advertisement
  • এই দিন একটা আতরের বোতল এনে মা সরস্বতীর পায়ের কাছে রেখে দিন। পরবর্তী কালে যে কোনও গুরুত্বপূর্ণ কাজ বা চাকরির পরীক্ষা, ইন্টারভিউয়ে যাওয়ার সময় সেই আতর গায়ে মেখে যান। সফলতা প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পাবে।
  • যাঁদের বাড়িতে পুজো হয়, তাঁরা এই দিন বাড়িতে একটি লাল কালির পেন এনে মায়ের পায়ের কাছে রাখুন। পরে সেই পেনটি সব সময় নিজের সঙ্গে রেখে দিন। বিশেষ করে কোনও চাকরির ইন্টারভিউয়ে গেলে পেনটি তখন নিজের সঙ্গে নিয়ে যান। সফলতা প্রাপ্তিতে সুবিধা হবে।
  • সরস্বতী পুজোর দিন বাড়িতে কোনও হলুদ রঙের ফুলগাছের চারা এনে লাগাতে পারেন। সেটি সম্ভব না হলে হলুদ রঙের ফুল এনেও সাজিয়ে রাখতে পারেন। হলুদ ফুল মা সরস্বতীর অত্যন্ত প্রিয়। এই দিন বাড়িতে হলুদ ফুল আনলে পজ়িটিভ শক্তির সঞ্চার ঘটে। চাকরির ক্ষেত্রেও সুবিধা হয়।
  • যে হেতু সরস্বতী বিদ্যা ও সঙ্গীতের দেবী, তাই এই দিন বাড়িতে সে সম্পর্কিত কোনও জিনিস আনলেও খুব ভাল ফল পাওয়া যায় বলে বিশ্বাস। বিশেষ করে, বিদ্যা সম্পর্কিত জিনিস আনলে মনের মতো চাকরি পেতে সুবিধা হয় বলে মনে করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement