Birth Number 4 and 9

সেয়ানে সেয়ানে লড়াই! ৪ জন্মসংখ্যার ব্যক্তিরা যদি ‘সাপ’ হন, ৯ তা হলে ‘নেউল’, এঁদের মধ্যে সম্পর্ক কি কখনও মধুর হয় না?

সংখ্যাতত্ত্ব অনুযায়ী, ৪ ও ৯ জন্মসংখ্যার মানুষেরা অনেকটা একই প্রকৃতির। তাঁদের দু’জনের মধ্যেই জন্মগত ভাবে নেতৃত্বদানের ক্ষমতা বর্তমান। এর ফলে এঁদের মধ্যে ঠোকাঠুকি লেগেই থাকে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৮:১৯
Share:

—প্রতীকী ছবি।

সব মানুষের সঙ্গে সব মানুষের বনে না। কথায় আছে, বিপরীত মেরুর মানুষদের মধ্যে ভাল মিল হয়। কিন্তু দু’টি মানুষ যদি একই ধাঁচে গড়া হয়? তখন মাঝেমধ্যে সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা বেশি থাকে। শাস্ত্রমতে, রাশিচক্রের বারোটি রাশির মধ্যে কারোর কারোর মধ্যে সম্পর্ক মধুর হয় না। তেমনই জন্মসংখ্যার নিরিখে বিচার করতে গেলেও এমন সমস্যা দেখা যায়। সংখ্যাতত্ত্ব অনুযায়ী, ৪ ও ৯ জন্মসংখ্যার মানুষেরা অনেকটা একই প্রকৃতির। তাঁদের দু’জনের মধ্যেই জন্মগত ভাবে নেতৃত্বদানের ক্ষমতা বর্তমান। এর ফলে এঁদের মধ্যে ঠোকাঠুকি লেগেই থাকে। যে কোনও ক্ষেত্রে ৪ এবং ৯ জন্মসংখ্যার ব্যক্তিরা যদি একই দলে থাকেন, তা হলে তাঁদের মধ্যে সবচেয়ে বেশি ঝামেলা হয়। এঁদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি জেনে নিন।

Advertisement

জন্মসংখ্যা ৪: এই জন্মসংখ্যার জাতক-জাতিকারা পরিশ্রমী হন। পরিশ্রমের ব্যাপারে এঁরা কখনও পিছিয়ে থাকেন না। যে কোনও কঠিন পরিস্থিতিকে এঁরা কঠিন পরিশ্রমের মাধ্যমে কাটিয়ে উঠতে পারেন। সেই কারণে এঁরা খুব ভাল নেতৃত্ব দানও করতে পারেন। এই জন্মসংখ্যার ব্যক্তিদের চোখ বুজে বিশ্বাস করা যায়। এঁরা কখনও কাউকে ঠকান না। এঁরা এমনিতে চুপচাপ থাকতেই পছন্দ করেন, তবে এক বার রেগে গেলে এঁদের রূপ হয় ভয়ঙ্কর। কেউ ভুল করলে এঁরা ছেড়ে কথা বলেন না।

জন্মসংখ্যা ৯: ৯ জন্মসংখ্যার জাতক-জাতিকারা অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ। কঠিন নিয়মের ঘেরাটোপে জীবন কাটাতে পছন্দ করেন এই জন্মসংখ্যার ব্যক্তিরা। এঁরা সব কাজ নিয়ম মেনে করতেই পছন্দ করেন। আলস্যভাব কী সেটা এঁদের জানা নেই। এঁদের মধ্যেও জন্মগত ভাবে নেতৃত্বদানের ক্ষমতা রয়েছে। ৯ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের নেতৃত্বে যে কোনও দল সাফল্যের শীর্ষে পৌঁছোতে পারেন। এই জন্মসংখ্যার ব্যক্তিরা শান্ত স্বভাবের। কিন্তু কেউ যদি এঁদের এক বার চটিয়ে দেন, তা হলে এঁরা ভয়ঙ্কর রূপ ধারণ করেন। এঁরা অত্যন্ত প্রতিশোধপরায়ণ হন।

Advertisement

৪ ও ৯ দু’জনেরই লক্ষ্যজয়ের তীব্র ইচ্ছা তাঁদের মধ্যে দ্বন্দ্ব বাড়িয়ে তোলে। যদিও, এঁরা যদি কখনও একসঙ্গে, এক দলে থেকে কাজ করেন তা হলে সকলকে ছাপিয়ে যান। কিন্তু তাঁদের মধ্যে যদি এক বার প্রতিদ্বন্দ্বিতামূলক সম্পর্ক গড়ে ওঠে, তা হলে সেটি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে বলেই মনে করা হয়। এক দলে থাকলে ছোটখাটো ঠোকাঠুকি লেগে থাকলেও, শেষে গিয়ে এঁদের মধ্যে মিল হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যায়। এক জনের নির্ভেজাল পরিশ্রম, অপর জনের শৃঙ্খলাপরায়ণ মনোভাব এঁদেরকে অনেক দূর নিয়ে যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement