Nag Panchami 2025

মঙ্গলবার নাগপঞ্চমী, ব্রত পালনের শুভ সময় কখন? নাগদেবের আরাধনায় প্রয়োজনীয় কী কী? ফলাফল কী হয়?

পবিত্র নাগপঞ্চমী তিথিতে নাগরাজ এবং দেবী মনসার আরাধনায় অশুভ দৃষ্টি থেকে যেমন মুক্তি পাওয়া যায়, তেমনই দেবাদিদেবের আশীর্বাদও লাভ হয়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১৪:৫৪
Share:

—প্রতীকী ছবি।

হিন্দু ধর্মে নাগপঞ্চমীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রমতে, প্রত্যেক তিথির নির্দিষ্ট অধিদেবতা আছেন। পঞ্চমী তিথির অধিদেবতা হলেন নাগরাজ। এই দিন মা মনসা ও নাগরাজের উপাসনা করার ফলে বিশেষ ফল লাভ করা যায় বলে প্রচলিত রয়েছে। দেবাদিদেবও তুষ্ট হন।

Advertisement

শ্রাবণ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে নাগপঞ্চমী পালন করা হয়। পৌরাণিক কাহিনি অনুসারে, দেবী মনসার মধ্যস্থতায় সাপ নিধন যজ্ঞের পরিসমাপ্তি ঘটার কারণে এই দিনটি পবিত্র নাগপঞ্চমী হিসাবে পালন করা হয়। এই পবিত্র নাগপঞ্চমী তিথিতে নাগরাজ এবং দেবী মনসার আরাধনায় অশুভ দৃষ্টি থেকে যেমন মুক্তি পাওয়া যায়, তেমনই দেবাদিদেবের আশীর্বাদও লাভ হয়। আগামিকাল, অর্থাৎ, ২৯ জুলাই পবিত্র নাগপঞ্চমী।

নাগপঞ্চমীর নির্ঘণ্ট:

Advertisement

পঞ্চমী তিথি আরম্ভ—

বাংলা: ১১ শ্রাবণ, সোমবার।

ইংরেজি: ২৮ জুলাই, সোমবার।

সময়: দুপুর ১২টা ৪০ মিনিট।

পঞ্চমী তিথি শেষ—

বাংলা: ১২ শ্রাবণ, মঙ্গলবার।

ইংরেজি: ২৯ জুলাই, মঙ্গলবার।

সময়: দুপুর ৩টা ১৫ মিনিট।

২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার ষট পঞ্চমী ব্রতম, নাগপঞ্চমী, শ্রীশ্রী মনসা দেবী ও অষ্টনাগ পুজো।

নাগপঞ্চমী ব্রত পালনের নিয়ম:

১। নাগপঞ্চমীর দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিতে হবে। তার পর বাড়িতেই আটা বা গোবর দিয়ে নাগদেবতার মূর্তি তৈরি করে নিতে পারেন। মূর্তি বানানো সম্ভব না হলে বাজার থেকে নাগদেবতার ছবিও কিনে আনা যেতে পারে।

২। মূর্তি বা ছবিটি যে স্থানে বসাবেন, সেই জায়গাটিকে ভাল করে পরিষ্কার করে নিতে হবে। নাগদেবতার ছবি বা মূর্তিটিকেও গঙ্গাজল দিয়ে স্নান করিয়ে নিতে হবে। তার পর সেটিকে পুজো করতে হবে।

৩। সাধারণ ফুল ও দূর্বা দিয়ে নাগদেবতার পুজো করুন। ভোগ হিসাবে দুধ ও কলা অবশ্যই দিতে হবে। এ ছাড়া তিন বা পাঁচ রকমের মিষ্টি, ফলমূল, ক্ষীর প্রভৃতি জিনিস দেওয়া যেতে পারে।

৪। নাগদেবতাকে পাঁচ রকমের জিনিস অর্পণ করে পুজো করতে পারলে খুব ভাল হয়। বিশেষ ফল পেতে চেলি, হলুদ, চন্দন, ফুল ও চাল নিবেদন করে নাগদেবতার আরাধনা করুন।

৫। দুধের মধ্যে ঘি ও চিনি মিশিয়ে নাগদেবতাকে অভিষেক করুন। ধূপ ও প্রদীপ জ্বালান। নাগমন্ত্র জপ করুন। নাগপঞ্চমীর কথা শুনুন।

৬। এই দিন আমিষ খাবার খাবেন না। বদলে নিরামিষ আহার গ্রহণ করবেন।

৭। নাগপঞ্চমীর দিন মহাদেবের পুজো করলেও খুব ভাল ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। এই দিন মহাদেবের সামনে প্রদীপ জ্বালান ও তাঁর অভিষেক করুন। সম্ভব হলে মহাদেবকে এই দিন রুপোর তৈরি নাগ-নাগিনী নিবেদন করুন।

নাগপঞ্চমীর ব্রত পালনের ফলাফল:

নাগপঞ্চমীর ব্রত পালনে কালসর্প দোষের কুপ্রভাব থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়। মহাদেবের আশীর্বাদ লাভ হয়। সুখ ও সমৃদ্ধি লাভ হয়। নানা অশান্তি থেকে রেহাই পাওয়া যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement