ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান ঘটে এবং দেবীপক্ষের সূচনা হয়। শাস্ত্রমতে এই দিনটির গুরুত্ব বিশেষ। মহালয়ার পূণ্য তিথিতে ভোরবেলা তর্পণ করার মাধ্যমে পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনা করা হয়। এই দিন কিছু উপায় পালন করলে বিশেষ ফল লাভ করা যায় বলে বিশ্বাস করা হয়। যাঁদের কোষ্ঠীতে পিতৃদোষ রয়েছে তাঁদের জন্য এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহালয়ার সন্ধ্যাবেলা তুলসীগাছে বিশেষ কিছু জিনিস অর্পণ করলে দারুণ ফলপ্রাপ্তি ঘটে বলে বিশ্বাস করা হয়। মা দুর্গার সঙ্গে সঙ্গে পিতৃপুরুষদেরও আশীর্বাদ লাভ করা যায়।
কী কী উপায় পালন করতে হবে?