Astrological Benefits of Milk

খেতে হবে না, দুধ দিয়ে কিছু উপায় পালনেও ‘ভাল ছেলে’ হওয়া যায়! আসবে সমৃদ্ধি, মিলবে নতুন আয়ের উৎস

পরিচিত পরিধির বাইরে গিয়ে দুধ যে আমাদের ভাগ্য পরিবর্তনেও সক্ষম সে বিষয় অনেকের কাছেই অজানা। দুধ দিয়ে বিশেষ কিছু উপায় পালনে নানা দিক থেকে উন্নতি লাভ করা যায়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১৫:২৪
Share:

—প্রতীকী ছবি।

দুধের পুষ্টিগত গুণ সম্বন্ধে কমবেশি সকলেরই জানা রয়েছে। ক্যালশিয়ামে ভরপুর এই খাদ্যদ্রব্য আমাদের হাড়ের স্বাস্থ্য রক্ষায় সক্ষম। এ ছাড়া নিয়মিত দুধ পানে শারীরিক আরও নানা দিক থেকে উন্নতি লাভ করা যায়। পুজোর কাজেও দুধ ব্যবহারের নিদান রয়েছে। দুধ দিয়ে শিবের অভিষেকে বিশেষ সুফল লাভ করা সম্ভব হয়। তবে এ সকল জিনিস বাদে দুধ যে আমাদের ভাগ্য পরিবর্তনেও সক্ষম সে বিষয় অনেকের কাছেই অজানা। দুধ দিয়ে বিশেষ কিছু উপায় পালনে নানা দিক থেকে উন্নতি লাভ করা যায়। কোন উপায়গুলি মানতে হবে জেনে নিন।

Advertisement

উপায়:

আর্থিক সমস্যা: জীবন থেকে অর্থকষ্ট দূর করে আর্থিক সমৃদ্ধি বয়ে আনতে সক্ষম দুধ। একটি লোহার পাত্রে দুধ, জল ও চিনি মেশান। স্নানের পর সেই মিশ্রণটি দিয়ে মা লক্ষ্মীর অভিষেক করুন। তার পর সেই মিশ্রণ অশ্বত্থ গাছের গোড়ায় ঢেলে দিন। নিয়মিত সাতটি বৃহস্পতিবার এই কাজ করলেই দেখবেন আর্থিক কষ্ট দূর হয়ে আয়ের নতুন পথের সন্ধান পেয়ে যাচ্ছেন।

Advertisement

পেশাজীবনে সফলতা: বহু পরিশ্রম করেও পেশাজীবনে সফলতা পাচ্ছেন না? যে কোনও পূর্ণিমা, দ্বাদশী বা ত্রয়োদশী তিথিতে এক গ্লাস কাঁচা দুধ নদীর জলে ভাসিয়ে দিন। নদীর জল সম্ভব না হলে যে কোনও প্রবাহিত জলে ভাসিয়ে দিতে পারেন। দেখবেন পেশার ক্ষেত্রে থাকা সমস্ত বাধা কেটে গিয়ে অগ্রগতি আসবে।

গ্রহের কুদৃষ্টি: বহু মানুষেরই কোষ্ঠীতে গ্রহের কুদৃষ্টির প্রভাব থাকে। এর ফলে কোনও কাজই সুষ্ঠু ভাবে করে ওঠা যায় না। গ্রহের কুদৃষ্টি থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে সোমবার স্নান করে শিবের মাথায় কাঁচা দুধ ঢালুন। পর পর সাত সোমবার এই কাজ করতে হবে। দেখবেন জীবন অনেক সহজ হয়ে যাবে।

পারিবারিক শান্তি: বাড়িতে একের পর এক ঝামেলা লেগেই থাকলে শান্তি বিঘ্নিত হওয়া স্বাভাবিক। পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি লেগেই থাকলে দুধের টোটকা সেটি কাটাতে সাহায্য করে। শুক্লপক্ষের প্রথম মঙ্গলবার দুধ দিয়ে চাল ধুয়ে সেগুলিকে নদীর জলে বা যে কোনও প্রবাহিত জলে ভাসিয়ে দিন। পর পর সাতটি মঙ্গলবার এই কাজটি করতে হবে। তা হলে দেখবেন সাংসারিক অশান্তি ধীরে ধীরে মিটে যাচ্ছে।

মনের মতো উপার্জন: অর্থকষ্টে না থাকলেও মনের মতো উপার্জন হচ্ছে না? শনিবার রাতে ঘুমোতে যাওয়ার সময় মাথার কাছে দুধভর্তি একটি গ্লাস রেখে ঘুমোতে যান। রবিবার সকালে উঠে সেই দুধ কোনও বাবলা গাছের তলায় ঢেলে দিন। নিয়মিত সাতটি রবিবার এই কাজ করলে দেখবেন আয় বৃদ্ধি পাবে, সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement