Pitru Paksha Tips

পূর্বপুরুষেরা হবেন তুষ্ট, দু’হাত ভরে বর্ষাবেন আশীর্বাদ! পিতৃপক্ষে বিশেষ কিছু বস্তু দান করলেই ঘটবে চমৎকার

পিতৃপক্ষের সময় নানা উপায় পালনের মাধ্যমে ভাগ্যের উন্নতি করা যায়। পাশাপাশি কিছু জিনিস দান করলেও উত্তরপুরুষদের আশীর্বাদ লাভ করা যায়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৬
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

৭ সেপ্টেম্বর, ভাদ্র মাসের পূর্ণিমা থেকে শুরু হয়েছে পিতৃপক্ষের। চলবে আশ্বিন মাসের অমাবস্যা, ২১ সেপ্টেম্বর, মহালয়ার দিন পর্যন্ত। এর পর শুরু হবে দেবীপক্ষ। দেবীপক্ষ শুরু হওয়ার আগের ১৫ দিন ধরে চলে পিতৃপক্ষ। হিন্দু ধর্মে এই সময়কাল বেশ গুরুত্বপূর্ণ। বিশ্বাস করা হয়, এই সময় পূর্বপুরুষেরা তাঁদের উত্তরপুরুষদের আশীর্বাদ করার জন্য এবং তাঁদের হাত থেকে জলগ্রহণের উদ্দেশ্যে মর্ত্যে আসেন। যে সকল মানুষের জন্মছকে পিতৃদোষ রয়েছে, তাঁদের এই সময়কালে অত্যন্ত সতর্ক থাকার বার্তা দিচ্ছেন জ্যোতিষীরা। এই সময় নানা উপায় পালনের মাধ্যমে ভাগ্যের উন্নতি করা যায়। পাশাপাশি কিছু জিনিস দান করলেও পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করা যায়।

Advertisement

পিতৃপক্ষ চলাকালীন কোন কোন জিনিস দান করা শুভ?

পোশাক: পিতৃপক্ষের সময় পোশাক দান করা অত্যন্ত শুভ। বিশেষ করে ধুতি ও ওড়না দান করলে তুষ্ট হন পিতৃপুরুষেরা।

Advertisement

ছাতা: এই সময় ছাতা দান করলে সংসারে সুখ, সমৃদ্ধি ও শান্তি বৃদ্ধি পায়। সব সমস্যা থেকে মুক্তি ঘটে ও জীবনে চলার পথে আসা সমস্ত বাধা কেটে যায়।

কালো তিল: পিতৃপক্ষের দিনগুলিতে আর কিছু দান না করতে পারলেও, কালো তিল অবশ্যই দান করুন। কোষ্ঠীতে থাকা পিতৃদোষের কুপ্রভাব থেকে রেহাই পাবেন।

গুড়: গুড় দান করাও অত্যন্ত শুভ। এতে পরিবারের সদস্যদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পায়। সম্পর্কের জটিলতা কমে যায়।

নুন: দাম্পত্যে ঝগড়া যদি রোজকার সঙ্গী হয় তা হলে নুন দান করে দেখতে পারেন। ঝামেলা কেটে গিয়ে শুরু হবে সুখের সময়।

রুপো: সার্মথ্য অনুযায়ী রুপোর জিনিস দান করতে পারেন। এতে পূর্বপুরুষদের আশীর্বাদ প্রাপ্তি ঘটে। সফলতার পথ প্রশস্ত হয়।

দুধ ও চাল: পিতৃপক্ষের সময় দুধ ও চাল একসঙ্গে দান করা যেতে পারে। এর ফলে ভাগ্যের উন্নতি ঘটবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement