Holi Colour for Zodiac Signs

লাল, হলুদ, সবুজ না গোলাপি, রাশি অনুযায়ী কোন রং দিয়ে দোল খেললে শুভ ফল পাবেন? খোঁজ দিলেন জ্যোতিষী

আমরা সকলেই এই উৎসবে একে অপরকে রং বা আবির মাখিয়ে, মিষ্টিমুখ করিয়ে পরস্পরের জীবন রঙিন হয়ে উঠুক এই শুভ কামনা করে থাকি। কিন্তু আমাদের অনেকেরই জানা নেই যে, রং এক জনের জীবনে নানা ভাবে শুভ বা অশুভ প্রভাব ফেলে।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ০৭:৩৫
Share:

—প্রতীকী ছবি।

আগামিকাল দোল। গোটা বাংলা-সহ ভারতবর্ষ মেতে উঠবে রঙের উৎসবে। ফাল্গুন মাসের শুক্লপক্ষের এই পূর্ণিমা দেশের নানা প্রান্তে নানা নামে পরিচিত। কিন্তু দোল বা হোলি, যে নামেই ডাকা হোক না কেন, বসন্তের এই উৎসব আসলে নানা রঙে রাঙিয়ে দেওয়ার উৎসব।

Advertisement

উৎসবের একাধিক দিক থাকে, দোল উৎসবের ধর্মীয় দিক যেমন আছে তেমনই সামাজিক দিকও রয়েছে। দোল পালনের মাধ্যমে নিজেদের মধ্যে একতার বন্ধন সৃষ্টি হয়। আমরা সকলেই এই উৎসবে একে অপরকে রং বা আবির মাখিয়ে, মিষ্টিমুখ করিয়ে পরস্পরের জীবন রঙিন হয়ে ওঠার শুভ কামনা করে থাকি। কিন্তু আমাদের অনেকেরই জানা নেই যে, রং এক জনের জীবনে নানা ভাবে শুভ বা অশুভ প্রভাব ফেলে। হরেক রঙের এই শুভ উৎসবে তাই ভুল রং দিয়ে দোল খেলা উচিত হবে না। রাশি অনুযায়ী সঠিক রং বেছে নিলেই আর অশুভ প্রভাবের চিন্তা থাকবে না। জীবন হয়ে উঠবে ভাল থাকার রঙে রঙিন।

কোন রাশির জন্য কোন রং শুভ-

Advertisement

মেষ- মেষ রাশির জাতক-জাতিকাগণ লাল এবং হলুদ রঙে বসন্ত উৎসবে মেতে উঠুন।

বৃষ– দোল খেলার জন্য বৃষ রাশির লোকেরা গোলাপি, সবুজ এবং নীল রং ব্যবহার করতে পারেন।

মিথুন– শুভ ফল পেতে মিথুন রাশির লোকজন সবুজ এবং নীল রং ব্যাবহার করুন।

কর্কট– কর্কট রাশির জাতক-জাতিকারা হলুদ এবং লাল রং ব্যবহার করুন।

সিংহ– বসন্ত উৎসবকে শুভ করে তুলতে সিংহ রাশির জাতক-জাতিকারা লাল এবং হলুদ রং ব্যবহার করুন।

কন্যা– সবুজ এবং গোলাপি রং ব্যবহারে কন্যা রাশির ব্যক্তিরা শুভ ফল লাভ করবেন।

তুলা– তুলা রাশির জাতক-জাতিকাগণ গোলাপি, সবুজ এবং নীল রঙে বসন্ত উৎসবকে রাঙিয়ে তুলুন, শুভ ফল পাবেন।

বৃশ্চিক– লাল এবং হলুদ রং ব্যবহার করলে বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা বিশেষ শুভ ফল পাবেন।

ধনু– ধনু রাশির জন্যও লাল এবং হলুদ রং শুভ।

মকর- বসন্ত উৎসবকে মকর রাশির ব্যক্তিরা রঙিন করে তুলুন নীল, সবুজ এবং গোলাপি রঙে।

কুম্ভ- কুম্ভ রাশির জাতক-জাতিকারা মেতে উঠুন নীল, সবুজ এবং গোলাপি রঙে।

মীন- মীন রাশির জন্য লাল এবং হলুদ রং শুভ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement