—প্রতীকী ছবি।
৭ সেপ্টেম্বরের রাতে হতে চলেছে এক মহাজাগতিক ঘটনা। হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। রাতের আকাশে দেখা যাবে রক্তাভ বর্ণের চাঁদ। বিজ্ঞানের ভাষায় একে বলে ‘ব্লাডমুন’। জ্যোতিষশাস্ত্রেও এই চাঁদের গুরুত্ব বিশেষ। আকাশে ‘ব্লাডমুন’ থাকাকালীন মন থেকে যদি কিছু চাওয়া যায়, তা হলে সেই আকাঙ্ক্ষা পূরণ হয় বলে বিশ্বাস করা হয়। যদিও ইচ্ছাপূরণের জন্য মানতে হবে বিশেষ কিছু পদ্ধতি। তা হলেই হবে ফলপ্রাপ্তি। রবিবারের রাত ‘ম্যানিফেস্ট’ করার জন্য আদর্শ। কয়েকটি বিশেষ উপায় পালনের মাধ্যমে এই দিন মনের ইচ্ছা পূরণ করা যাবে। জেনে নিন সেগুলি কী কী।
রবিবারে রাতের আকাশে কখন ‘ব্লাডমুন’ দেখা যাবে?
ভারত-সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। ৭ সেপ্টেম্বর ভারতীয় সময়ে রাত ১১টা থেকে ৮ সেপ্টেম্বর রাত ১২টা ২২ মিনিট পর্যন্ত প্রায় ৮২ মিনিট সময় ধরে চলবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। যদিও চাঁদের উপছায়া প্রবেশ ঘটবে ৭ সেপ্টেম্বর রাত ৮টা ৫৭ মিনিটে। গ্রহণের সম্পূর্ণ সমাপ্তি ঘটবে ৮ সেপ্টেম্বর রাত ৩টে ৩০ মিনিটে। পূর্ণগ্রাস চলবে প্রায় ৮২ মিনিট ধরে। সে সময় চাঁদের রং থাকবে গাঢ় লালচে। নির্দিষ্ট এই সময়টি মনের সকল বাসনা পূরণের জন্য আদর্শ সময় বলে মনে করেন জ্যোতিষীরা।
মনোবাসনা পূরণের জন্য কী কী উপায় পালন করতে হবে?