Blood Moon Manifestation Techniques

‘ব্লাডমুন’ মানেই ইচ্ছাপূরণের ‘সোনালি সময়’! চন্দ্রগ্রহণের রাতে মনোবাসনা পূরণের জন্য কী করবেন? আদর্শ সময়কাল কখন?

রবিবারের রাত ‘ম্যানিফেস্ট’ করার জন্য আদর্শ সময়। কয়েকটি বিশেষ উপায় পালনের মাধ্যমে এই দিন মনের ইচ্ছা পূরণ করা যাবে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৫
Share:

—প্রতীকী ছবি।

৭ সেপ্টেম্বরের রাতে হতে চলেছে এক মহাজাগতিক ঘটনা। হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। রাতের আকাশে দেখা যাবে রক্তাভ বর্ণের চাঁদ। বিজ্ঞানের ভাষায় একে বলে ‘ব্লাডমুন’। জ্যোতিষশাস্ত্রেও এই চাঁদের গুরুত্ব বিশেষ। আকাশে ‘ব্লাডমুন’ থাকাকালীন মন থেকে যদি কিছু চাওয়া যায়, তা হলে সেই আকাঙ্ক্ষা পূরণ হয় বলে বিশ্বাস করা হয়। যদিও ইচ্ছাপূরণের জন্য মানতে হবে বিশেষ কিছু পদ্ধতি। তা হলেই হবে ফলপ্রাপ্তি। রবিবারের রাত ‘ম্যানিফেস্ট’ করার জন্য আদর্শ। কয়েকটি বিশেষ উপায় পালনের মাধ্যমে এই দিন মনের ইচ্ছা পূরণ করা যাবে। জেনে নিন সেগুলি কী কী।

Advertisement

রবিবারে রাতের আকাশে কখন ‘ব্লাডমুন’ দেখা যাবে?

ভারত-সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। ৭ সেপ্টেম্বর ভারতীয় সময়ে রাত ১১টা থেকে ৮ সেপ্টেম্বর রাত ১২টা ২২ মিনিট পর্যন্ত প্রায় ৮২ মিনিট সময় ধরে চলবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। যদিও চাঁদের উপছায়া প্রবেশ ঘটবে ৭ সেপ্টেম্বর রাত ৮টা ৫৭ মিনিটে। গ্রহণের সম্পূর্ণ সমাপ্তি ঘটবে ৮ সেপ্টেম্বর রাত ৩টে ৩০ মিনিটে। পূর্ণগ্রাস চলবে প্রায় ৮২ মিনিট ধরে। সে সময় চাঁদের রং থাকবে গাঢ় লালচে। নির্দিষ্ট এই সময়টি মনের সকল বাসনা পূরণের জন্য আদর্শ সময় বলে মনে করেন জ্যোতিষীরা।

Advertisement

মনোবাসনা পূরণের জন্য কী কী উপায় পালন করতে হবে?

  • মন শান্ত রাখতে হবে। এই সময় মনে কোনও রকম নেগেটিভ চিন্তা আনা যাবে না। কোনও রকম বাহ্যিক শোরগোলে কান দেওয়া যাবে না।
  • চাঁদের আলো ঘরের ভিতর ঢোকে, এমন জায়গায় বসে ধ্যান করুন। ধ্যান করার সময় মনে মনে নিজের ইচ্ছাগুলির কথা ভাবুন। একাগ্রতার সঙ্গে সেগুলি পূরণের আকাঙ্ক্ষা মাথায় ঢুকিয়ে নিন।
  • একটি ডায়েরি নিয়ে তাতে লাল বা নীল কালির পেন দিয়ে সকল মনোবাসনা লিখে রাখুন। মন থেকে যা চাইছেন তা-ই লিখুন। তার পর সেটিকে এমন কোথাও রেখে দিন যাতে সেটি অন্যের নাগালের বাইরে থাকে। এক্ষেত্রে অন্য কাউকে সেই ডায়েরি পড়তে দেওয়া যাবে না। লেখার ক্ষেত্রে কালো রঙের কালির পেন ব্যবহার করা যাবে না। সবুজ কালির পেনও ব্যবহার করতে পারেন।
  • যে সকল মানুষ বহু দিন ধরে কোনও রকম ভয় বা উদ্বেগে ভুগছেন, তাঁরা সেই ভয়ের কারণটিকে একটি কাগজের মধ্যে লিখে পুড়িয়ে ফেলুন। ভয় কেটে যাবে। উদ্বেগের মাত্রাও কমবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement