Diwali 2025

কালীপুজোর দিন পুরনো জামাকাপড় দান করবেন ভাবছেন? এতে বড় ক্ষতি হবে না তো? শাস্ত্র কী বলছে জেনে নিন

অনেক সময় নিজেদের অজান্তেই আমরা এমন কিছু ভুল করে ফেলি যার ফলে পরে আমাদের অনুতাপ করতে হয়। জ্যোতিষশাস্ত্র মতে এমন কিছু কাজ রয়েছে যা কালীপুজোর দিন একেবারেই করতে নেই।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৮:৪৮
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

আমাদের প্রত্যেক কর্মেরই কোনও না কোনও ফল থাকে। তাই যে কোনও কাজ করার আগে খুব ভাল ভাবে চিন্তাভাবনা করে কাজ করা উচিত। আমরা মনে করি যে, কোনও শুভ দিনে কিছু বিশেষ শুভ কাজ করলে খুব ভাল ফল পাওয়া যায়। কিন্তু সেই কাজটা কোন প্রকার সেটা আগে দেখা প্রয়োজন। কারণ, অনেক সময় নিজেদের অজান্তেই আমরা এমন কিছু ভুল করে ফেলি যার ফলে পরে আমাদের অনুতাপ করতে হয়। জ্যোতিষশাস্ত্র মতে এমন কিছু কাজ রয়েছে যা কালীপুজোর দিন একেবারেই করতে নেই। এতে জীবনে নেমে আসতে পারে নানা বিপর্যয়। সেগুলির মধ্যে একটি হল কালীপুজোর দিন পুরনো জামাকাপড় দান করা।

Advertisement

কালীপুজো মানেই অত্যন্ত শুভ একটা দিন। যে কোনও শুভ দিনে বাড়িতে শুভ কাজ করা শ্রেয়। এতে সংসারে উন্নতি আসে এবং নিজেরও জীবন সুখশান্তিতে ভরে থাকে।

এখন প্রশ্ন হল কালীপুজোর দিন পুরনো জামাকাপড় দান করা শুভ না অশুভ? কালীপুজোর দিন কোনও ভাবেই পুরনো জামাকাপড় দান করতে নেই। কালীপুজোর দিন কেন, শাস্ত্রমতে কোনও সময়েই নিজের পুরনো জামাকাপড় কাউকে দান করতে নেই। এতে আপনার নিজেরই ক্ষতি হতে পারে। আর কোনও শুভ দিনে কাউকে পুরনো কোনও জিনিস, যেটা নিজের ব্যবহারের অযোগ্য, সেটা দান করা একেবারেই উচিত নয়। পুরনো জামাকাপড় যেখানে-সেখানে ফেলে দেওয়াও ঠিক নয়। যদি দান করতেই হয় তা হলে নতুন জিনিস কিনে এনেই দান করতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement