Lucky Zodiac Signs

‘সোনায় বাঁধানো’ কপাল হয়, অর্থকষ্ট কাকে বলে জানেন না! দেবগুরুর কৃপায় পাঁচ রাশির ব্যক্তিদের জীবন কাটে বৈভবে

আমাদের ১২টা রাশির মধ্যে কয়েকটা এমন রাশি রয়েছে যাঁদের ভাগ্যে বৃহস্পতি সর্বদা তুঙ্গে থাকে। দেবগুরু যেন এঁদের ভাগ্য নিজের হাতে লিখে দিয়েছেন।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ০৭:১৪
Share:

—প্রতীকী ছবি।

সকল মানুষই চান যে তাঁর ভাগ্যের সুপ্রসন্ন হোক। বৃহস্পতি আমাদের সহায় হলে আর কোনও দুঃখ থাকে না। জ্যোতিষশাস্ত্র অনুসারে, যাঁর ভাগ্যে দেবগুরু বৃহস্পতি সদয় হন, তাঁর ভাগ্য হয় যেন সোনায় মোড়া। আমাদের ১২টা রাশির মধ্যে কয়েকটা এমন রাশি রয়েছে যাঁদের ভাগ্যে বৃহস্পতি সর্বদা তুঙ্গে থাকে। দেবগুরু যেন এঁদের ভাগ্য নিজের হাতে লিখে দিয়েছেন। এর ফলে এঁদের ধনসম্পদ প্রতিপত্তি বৃদ্ধি পায় খুব সহজে।

Advertisement

দেখে নেব কোন কোন রাশি এই তালিকায় রয়েছে:

কর্কট: কর্কট রাশির জাতক-জাতিকাদের ভাগ্যে দেবগুরুর আশীর্বাদ সব সময় থাকে। এর ফলে এঁদের ভাগ্য খুব ভাল হয়। এঁরা বেশ ভালই ধনসম্পত্তির মালিক হন। এঁদের জীবনযাত্রার মানও চোখে পড়ার মতো হয়।

Advertisement

সিংহ: এই রাশির ব্যক্তিদের উপর বৃহস্পতির কৃপা থাকে সব সময়। তাই এঁরা জীবনে যথেষ্ট উন্নতি করতে পারেন। এঁদের কর্মজীবন, সমাজে মানসম্মান এবং জীবনযাত্রা, সবই খুব ভাল হয়।

ধনু: ধনু রাশির জাতক-জাতিকারা দেবগুরু বৃহস্পতির খুব প্রিয় হন। এঁরা সফলতার শিখরে পৌঁছোতে পারেন। এঁদের মধ্যে আত্মবিশ্বাস ভরপুর থাকে। তাই যে কোনও কাজে এঁরা দ্রুত সফলতা পেয়ে যান। ধনসম্পত্তিও বেশ ভালই হয়।

মীন: এই রাশির ব্যক্তিরা দেবগুরুর খুবই প্রিয় হন। বৃহস্পতি এঁদের সব দিক থেকে সব সময় রক্ষা করেন। এঁরা বেশ জ্ঞানী হন এবং নিজের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে পারেন। দেবগুরুর কৃপায় এঁরা যথেষ্ট সম্পত্তির মালিক হন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement