Relationship Tips

সঙ্গী আর আগের মতো সময় দেন না? সম্পর্কের বাঁধন আলগা হচ্ছে? মনের মানুষকে আগলে রাখার উপায় বললেন জ্যোতিষী

জন্মপত্রিকায় শুক্র তুঙ্গে থাকলে দাম্পত্যজীবনে কোনও সমস্যা থাকে না। প্রেমপ্রীতিও খুবই ভাল হয়। তবে শুক্র যদি ভাল না থাকে তা হলে জীবন থেকে ভালবাসা বিলীন হতে বেশি সময় লাগে না। দাম্পত্য সম্পর্কে ঝামেলা লেগেই থাকে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ১৩:৫৬
Share:

—প্রতীকী ছবি।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শুক্র হল প্রেম, সৌন্দর্য, সম্পর্ক, সৃজনশীলতা এবং বিলাসিতার গ্রহ। এটি আমাদের জীবনের আনন্দ, আরাম, বস্তুগত সম্পদ এবং শৈল্পিক সত্তার প্রতীক। জন্মপত্রিকায় শুক্র তুঙ্গে থাকলে দাম্পত্যজীবনে কোনও সমস্যা থাকে না। প্রেমপ্রীতিও খুবই ভাল হয়। তবে শুক্র যদি ভাল না থাকে তা হলে জীবন থেকে ভালবাসা বিলীন হতে বেশি সময় লাগে না। দাম্পত্য সম্পর্কে ঝামেলা লেগেই থাকে। প্রেমের ক্ষেত্রে দেখা যায় মনের মানুষ দিন দিন দূরে সরে যায়। কোষ্ঠীর ঘরে লুকিয়ে থাকা দুর্বল শুক্রের জন্যই এমনটা হয় বলে জানাচ্ছে শাস্ত্র। কয়েকটি উপায় মানলে সম্পর্কে পুনরায় ভালবাসা ফিরিয়ে আনা সম্ভব।

Advertisement

উপায়:

১. যে হেতু শুক্র সৌন্দর্যের গ্রহ, তাই সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন। নিজের বাহ্যিক সৌন্দর্যে নজর দিন। বিশেষ করে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার সময় আলুথালু ভাবে না গিয়ে, সেজেগুজে দেখা করতে যান। সুগন্ধি ব্যবহার করুন। এ ক্ষেত্রে সাদা রঙের জামা পরে যেতে পারলে খুব ভাল হয়।

Advertisement

২. প্রতি শুক্রবার স্নানের জলে কয়েক ফোঁটা গোলাপজল ফেলে স্নান করুন।

৩. বিবাহিত জাতক-জাতিকারা নিজেদের শোয়ার ঘর পরিপাটি করে গুছিয়ে রাখুন। বিছানার চাদর নির্দিষ্ট সময় অন্তর বদলান, সেটিকে বেশি ময়লা হতে দেবেন না। ঘরে সুগন্ধি ধূপকাঠি জ্বালান। ঘরে রুম ফ্রেশনার ছড়াতে পারলেও খুব ভাল হয়।

৪. মা লক্ষ্মীর আরাধনা করুন। অনেকেই জানেন না যে শুক্রবার লক্ষ্মীদেবীর বার। এই দিন দেবী লক্ষ্মীর পুজো করলে সম্পর্কের বন্ধন দৃঢ় হওয়ার সঙ্গে সঙ্গে অর্থভাগ্যেরও উন্নতি ঘটবে।

৫. প্রয়োজনে হিরে ধারণ করা যেতে পারে। তবে এর আগে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া আবশ্যিক। হিরে আপনার ভাগ্যে আদৌ সহ্য হবে কি না সেটা না জেনেই পরে নিলে হিতে বিপরীত হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement