Vastu For Office Desk

অফিসের ডেস্ক ভুল জিনিসে সাজালে কর্মক্ষেত্রে ঝড় বয়ে যেতে পারে! পাঁচ ‘শুভ’ জিনিস রাখলেই সাফল্য হবে মুঠোবন্দি

সারা দিনের বেশির ভাগ সময়টা যেখানে কাটানো হয়, সেখান থেকে যদি মনের মতো ফল না পাওয়া যায় তা হলে মেজাজ বিগড়ানোটাই স্বাভাবিক। তবে মাইনে না বাড়ার নেপথ্যে থাকতে বারে বাস্তুসমস্যা। আপনি আপনার কাজের জায়গা কোন কোন জিনিস দিয়ে সাজাচ্ছেন সেটির উপর অনেক কিছুই নির্ভর করে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ১২:০১
Share:

—প্রতীকী ছবি।

প্রায় সকল ব্যক্তিই চান একটা ভাল মাইনের চাকরি করতে। বহু মানুষই এমন রয়েছেন যাঁরা দিনের পর দিন কোনও একটি সংস্থার হয়েই কাজ করে যান। হয়তো সংস্থার প্রতি ভালবাসা থেকেই তাঁরা এটা করে থাকেন। তবে তাঁদের মধ্যে হাতেগোনা লোকই আছেন যাঁরা তাঁদের পরিশ্রমের উপযুক্ত পারিশ্রমিক পান। সারা দিনের বেশির ভাগ সময়টা যেখানে কাটানো হয়, সেখান থেকে যদি মনের মতো ফল না পাওয়া যায় তা হলে মেজাজ বিগড়ানোটাই স্বাভাবিক। তবে মাইনে না বাড়ার নেপথ্যে থাকতে পারে বাস্তুসমস্যা। আপনি আপনার কাজের জায়গা কোন কোন জিনিস দিয়ে সাজাচ্ছেন সেটির উপর অনেক কিছুই নির্ভর করে। কিছু বস্তু রয়েছে যা অফিসের ডেস্কে রাখতে নেই। আবার এমন কিছু জিনিস রয়েছে যা রাখলে আমাদের ভাল হবে। জেনে নিন সেগুলি কী কী।

Advertisement

অফিস ডেস্কে কী কী রাখা যাবে?

পিরামিড: কাজের জায়গায় ছোট বা বড় পিরামিড আকৃতির শো পিস রাখা যেতে পারে। এটি রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে কর্মজীবনে উন্নতি আসে। পদোন্নতির সুযোগ বৃদ্ধি পায়।

Advertisement

গাছ: কাজের জায়গায় লাকি বাম্বু, মানি প্ল্যান্টের মতো গাছ রাখতে পারলে খুবই ভাল হয়। এতে পজ়িটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়। সহকর্মীদের সঙ্গে সম্পর্কের বন্ধনও দৃঢ় হয়। নেগেটিভ শক্তি সহজে কাছে ঘেঁষতে পারে না।

ডায়েরি ও পেন: বর্তমানে উন্নত প্রযুক্তির যুগে ডায়েরি-পেনের ব্যবহার প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে বললেই চলে। তবে লাগুক চাই না লাগুক, অফিসের ডেস্কে একটা ডায়েরি ও পেন সর্বদা রেখে দেওয়া উচিত। এতে মা সরস্বতীর কৃপা সর্বদা আপনার সঙ্গে থাকবে। কাজের মান বৃদ্ধি পাবে।

ঘড়ি: অফিসের ডেস্কে একটা ঘড়ি রাখতে পারলে খুব ভাল হয়। তবে খেয়াল রাখতে হবে সেই ঘড়ি যেন কখনও বন্ধ না হয়। এতে সুসময় থমকে যেতে পারে। ঘড়ি সঠিক সময়ে চলতে থাকলে ভাগ্যে সুদিন আসবেই।

গ্লোব: সকলেই চান পেশাক্ষেত্রে এগিয়ে যেতে। অফিসের ডেস্কে যদি একটা গ্লোব রাখতে পারেন তা হলে পেশাজীবনে এগিয়ে চলার সম্ভাবনা বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। এটি রাখা অত্যন্ত শুভ বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement