Birth Number 8 Characteristics

আপনার জন্মসংখ্যা কি ৮? শনি কিন্তু আপনার উপর কুপিত হতে পারেন! কী করলে গুরুর রাগ কমবে জেনে নিন

সংখ্যাতত্ত্ব জানাচ্ছে যে সকল ব্যক্তির জন্মসংখ্যা ৮, তাঁদের উপর শনির খারাপ প্রভাব থাকার আশঙ্কা দেখা যায়। এর ফলে তাঁদের নানা অসুবিধার মুখেও পড়তে হয়। যদিও সেই খারাপের পরিমাণ অনেকটাই নির্ভর করে তাঁরা কেমন জীবন যাপন করছেন সেটার উপর।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ১৮:৩৯
Share:

—প্রতীকী ছবি।

জ্যোতিষশাস্ত্রের এক অতি গুরুত্বপূর্ণ কিন্তু সহজ বিষয় হল সংখ্যাতত্ত্ব। কোনও ব্যক্তির জন্মতারিখ, মাস ও বছরের সংখ্যা যোগ করে তাঁর জন্মসংখ্যা নির্ণয় করা সম্ভব। আর সেটি এক বার নির্ণয় করা গেলেই উক্ত ব্যক্তির সম্বন্ধে নানা গোপন বিষয়ের হদিস দেওয়া যেতে পারে। ব্যক্তির চরিত্রের দিকগুলি সম্বন্ধেও একটা ধারণা দেওয়া সম্ভব। এমনকি উক্ত ব্যক্তির উপর কোন গ্রহের প্রভাব রয়েছে সেটিও জানা সম্ভব।

Advertisement

সংখ্যাতত্ত্ব জানাচ্ছে, যে সকল ব্যক্তির জন্মসংখ্যা ৮, তাঁদের উপর শনির খারাপ প্রভাব থাকার আশঙ্কা দেখা যায়। এর ফলে তাঁদের নানা অসুবিধার মুখেও পড়তে হয়। যদিও সেই খারাপের পরিমাণ অনেকটাই নির্ভর করে তাঁরা কেমন জীবনযাপন করছেন সেটার উপর। জেনে নিন ৮ জন্মসংখ্যার জাতক-জাতিকারা কেমন প্রকৃতির হন এবং তাঁদের কোন কোন ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়।

  • যে সকল ব্যক্তির জন্মসংখ্যা ৮ হয়, তাঁরা একটু একাচোরা প্রকৃতির হন। এঁরা চট করে কারও সঙ্গে মিশে যেতে পারেন না। কাছের মানুষের সঙ্গে যেটুকু প্রয়োজন সেটুকুই কথা বলেন, তার বাইরে বেশি কথা বলতেও যান না। ছোট থেকেই এঁরা এই প্রকৃতির হন। বয়স বাড়তে বাড়তে এঁরা একাকিত্বেই নিজেদের সুখ খুঁজে নেন।
Advertisement
  • ৮ জন্মসংখ্যার জাতক-জাতিকারা যে কোনও কাজ নিজের মতো, সততার সঙ্গে করতে ভালবাসেন। এঁরা নিজেদের নিয়ে বেশি জাহির করতে পছন্দ করেন না। অপরের উপকার করতেও সর্বদা ছুটে যান। তবে সেই কারণে এঁদের ঠকতেও হয়। সরল স্বভাবের জন্য এঁরা মাঝেমধ্যেই সমস্যায় পড়েন।
  • ধীর গতির গ্রহ শনির প্রভাবের ফলে এঁরা যে কোনও কাজ একটু ধীর গতিতে করতেই বেশি পছন্দ করেন। এঁরা তাড়াহুড়োর মধ্যে কিছু করতে ভালবাসেন না। সফলতা পেতেও বিলম্ব হয় ৮ জন্মসংখ্যার ব্যক্তিদের। যাঁদের জন্মছকে শনি খারাপ অবস্থানে থাকে, তাঁদের আরও বেশি সমস্যার সম্মুখীন হতে হয়।
  • ধৈর্য ধরে, সৎ পথে কাজ করে গেলে ৮ জন্মসংখ্যার ব্যক্তিরা দেরিতে হলেও দারুণ সাফল্য লাভ করেন। তাঁদের দৃঢ় ইচ্ছাশক্তিই তাঁদের সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।
  • পড়াশোনার ক্ষেত্রেও এঁদের নানা বাধার সম্মুখীন হতে হয়। বিশেষ করে উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত ৮ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের শিক্ষাজীবনের প্রতি বাঁকে সমস্যা পোহাতে হয়। তবে ভেঙে পড়লে সেই সমস্যা আরও জাঁকিয়ে বসতে পারে বলে মনে করা হচ্ছে। হার না মেনে যুদ্ধের ময়দানে যাঁরা টিকে থাকতে পারেন, শেষে গিয়ে তাঁদের জয় নিশ্চিত।
  • একাচোরা হওয়ার কারণে প্রেমের ক্ষেত্রে এঁরা বিশেষ ভাল ফল পান না। জীবনসঙ্গীকে না বোঝার, সময় না দেওয়ার তকমা এঁদের উপর লেগেই থাকে। সে ক্ষেত্রে মাথা গরম করলে শনির কুপ্রভাবের ফলে সমস্যা আরও বৃদ্ধি পায়। সম্পর্কক্ষেত্রেও যদি ধৈর্য ধরে রাখা যায়, তবে সমস্যার সমাধান হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement