Lucky Bamboo Placing Tips and Benefits

লাকি বাম্বু রাখলেই হবে না, ভাল ফল পেতে সঠিক দিকে রাখতে হবে, তা হলেই উপচে পড়বে সৌভাগ্য, দূর হবে অর্থচিন্তা

শাস্ত্রমতে, নির্দিষ্ট কয়েকটি জায়গা ও দিকে লাকি বাম্বু গাছ রাখলেই ভাল ফল পাওয়া যায়। নচেৎ নয়। ভুল দিকে এই গাছ রাখলে ক্ষতিও হতে পারে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৫ ১১:৪৪
Share:

—প্রতীকী ছবি।

আমরা অনেকেই বাড়িতে বা অফিসে লাকি বাম্বু গাছ রাখি। বাস্তুমতে, এই গাছ রাখলে নানা দিক দিয়ে শুভ ফল পাওয়া যায়। বাস্তুর উন্নতি হয়। বাতাসও পরিশুদ্ধ করে লাকি বাম্বু। সুন্দর এই গাছ রাখতে বেশি ঝক্কিও পোহাতে হয় না। শুধুমাত্র জলের মধ্যেই এই ঘর সাজানোর গাছটি দিব্যি বেড়ে ওঠে। কিন্তু ঘরে বা অফিসে, যে কোনও জায়গায় গাছটি যদি সঠিক দিক মেনে না রাখা হয় তবে ভালর বদলে খারাপ ফল পাওয়ার আশঙ্কা তৈরি হয়। জেনে নিন বাড়ি বা অফিসের কোন দিকে লাকি বাম্বু গাছ রাখা উচিত এবং এর ফলে কী কী ভাল ফল লাভ হয়।

Advertisement

বাড়ি বা অফিসের কোন দিকে লাকি বাম্বু রাখা উচিত?

শাস্ত্রমতে, বাড়ি বা অফিসে ঠিক দিকে লাকি বাম্বু গাছ রাখলে খুব ভাল ফল লাভ করা যায়। তবে কোন জায়গায় রাখা হচ্ছে তার উপরও ফল পাওয়ার ব্যাপারটা অনেকটা নির্ভর করে। পূর্ব এবং উত্তর-পূর্ব দিক হল লাকি বাম্বু রাখার আদর্শ স্থান। এ ছাড়া, বাড়িতে ঢোকার মুখেও লাকি বাম্বু রাখা যেতে পারে। শোওয়ার ঘর ও বসার ঘরও লাকি বাম্বু রাখার জন্য ভাল।

Advertisement

লাকি বাম্বু রাখার ফলে কী হয়?

১. বাড়ির নেগেটিভ শক্তির পরিমাণ হ্রাসপ্রাপ্ত হয়। বদলে বাড়িঘর ভরে ওঠে পজ়িটিভ শক্তিতে।

২. অফিসের ডেস্কে লাকি বাম্বু রাখলে কর্মক্ষেত্রে উন্নতি হয় চোখে পড়ার মতো।

৩. বাড়িতে লাকি বাম্বু রাখার ফলে আর্থিক দিক থেকে উন্নতি হয়। টাকাপয়সার অভাব কমে যায়, জীবন সুখশান্তিতে ভরে ওঠে।

৪. লাকি বাম্বুর শুভ শক্তি সাফল্যের পথে আসা সকল প্রকার বাধা কাটিয়ে দিয়ে সফলতার চূড়ায় পৌঁছোতেও সহায়তা করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement