Black Cat Superstition

বাড়িতে কালো বিড়াল আসা মানেই ‘সর্বনাশ’! এই ধারণা কি আদৌ ঠিক? কালো বিড়াল মানেই কি অশুভ?

চলার পথে সামনে দিয়ে হঠাৎ কালো বিড়াল চলে গেলে অনেকেই থমকে দাঁড়ান। ভাবেন, এই রাস্তা দিয়ে গেলে খারাপ কিছু ঘটবে। এই ধারণার কোনও ব্যাখ্যা কি জ্যোতিষশাস্ত্রে রয়েছে?

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ১৮:১৮
Share:

—প্রতীকী ছবি।

কালো বিড়াল দেখলে অনেকেই ভুরু কোঁচকান। ভাবে‌ন, অশুভ কিছু ঘটবে। আমাদের প্রচলিত ধারণা অনুযায়ী, কালো বিড়াল হল অশুভ শক্তির প্রতীক। এই ধারণার উপর ভিত্তি করে অনেকে বাড়িতে কালো বিড়াল পুষতেও ভয় পান। কিন্তু জ্যোতিষশাস্ত্রে এই ধারণার কি আদৌ কোনও ব্যাখ্যা রয়েছে? না পুরোটাই ভ্রান্ত?

Advertisement

চলার পথে সামনে দিয়ে হঠাৎ কালো বিড়াল চলে গেলে অনেকেই থমকে দাঁড়ান। ভাবেন এই রাস্তা দিয়ে গেলে খারাপ কিছু ঘটবে। তবে এই ধারণা পুরোপুরি ঠিক নয়। শাস্ত্রমতে, কালো বিড়াল যদি আপনার চলার পথে বাঁ দিক থেকে ডান দিকে যায় তবে সেটি অশুভ হতে পারে। কিন্তু তাকে দেখা মানেই যে অশুভ তেমনটা নয়। বিড়ালটি যদি ডান দিক থেকে বাঁ দিকে যায় তা হলেও ভয়ের কোনও কারণ নেই।

হিন্দুধর্মে পশুপাখির নানা মাহাত্ম্য রয়েছে। এমন অনেক পশুপাখি রয়েছে যাদের পুজো করা হয়, তেমনই এমন অনেক পশুপাখি রয়েছে যাদের অশুভ মনে করা হয়। কালো বিড়াল মানে যে শুধুই খারাপ এই কথা ঠিক নয়। বিড়াল মা ষষ্ঠীর বাহন। এ ছাড়াও, জ্যোতিষে বিড়ালকে রাহু গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয়। তাই যে কোনও রঙের বিড়ালকেই তুচ্ছতাচ্ছিল্য করা উচিত নয়। আখেরে ক্ষতি নিজেরই হয়।

Advertisement

স্বপ্নে কালো বিড়াল দেখার শুভ অর্থ রয়েছে। এর মানে আপনি খুব শীঘ্রই অর্থ লাভ করতে চলেছেন। কোনও বাড়িতে দু’টি কালো বিড়াল ঝগড়া করছে মানে সেই বাড়ির লোকেদের মধ্যে ঝগড়া লাগতে পারে। আবার কোনও বাড়িতে হঠাৎ কালো বিড়ালের আনাগোনা দেখলে বুঝতে হবে সেই বাড়িতে অতিথি আসতে চলেছে। সকালে ঘুম থেকে উঠেই কালো বিড়াল দেখতে পেলে বুঝতে হবে যে পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে চলেছে। কালো বিড়াল যদি বাড়িতে এসে চুপিচুপি ঢুকে পড়ে তা হলে সেটি সমৃদ্ধির প্রতীক হিসাবে ধরা হয়। তাই কালো বিড়াল যে শুধুই অশুভ এই ধারণা না রাখাই শ্রেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement