—প্রতীকী ছবি।
নানাবিধ ঘটনার ঘনঘটার মধ্যে দিয়ে ২০২৫-এর ছয় মাস কেটে গেল। এরই মধ্যে চলে এল জুলাই। ইতিমধ্যে এই বছর নানা দুর্ঘটনা ঘটে গিয়েছে। ২০২৫ মঙ্গলের বছর। তাই অন্যান্য বছরের তুলনায় এই বছর প্রাকৃতিক বিপর্যয়, দুর্ঘটনা প্রভৃতি খারাপ জিনিসের পরিমাণ একটু হলেও বেড়েছে। মনে করা হচ্ছে, এই সকল অঘটনের নেপথ্যে থাকতে পারে অশুভ গ্রহ মঙ্গলের কারসাজি। এরই সঙ্গে শুরু হয়েছে শনির সারেসাতি, স্থান পরিবর্তন করেছে রাহু-কেতু ও বৃহস্পতি। ফলত অনেকের ক্ষেত্রে খারাপ ফলের পরিমাণ আগের তুলনায় বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। ২০২৫-এর শেষ ছয় মাসে প্রায় সকল রাশির জীবনেই কিছু না কিছু পরিবর্তন দেখা যাবে। আর পরিবর্তন যে সব সময় সকলের জন্য ভাল হয় তেমনটা নয়। কারও জীবনে সেটি আশীর্বাদ হয়ে নেমে এলেও, ভুগতেও হবে অনেককে। জ্যোতিষশাস্ত্রমতে, পাঁচটি রাশির বছরের শেষটা ভাল যাবে না। জেনে নিন সেই তালিকায় কারা কারা রয়েছেন।
কোন পাঁচ রাশির ২০২৫-এর শেষ ছয় মাস ভাল কাটবে না?
মেষ: ২০২৫-এর শেষ ছয় মাসে মেষ রাশির ব্যক্তিদের ভাগ্য সঙ্গ দেবে না। নানা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতে পারে। প্রচুর পরিশ্রম করেও সফলতার স্বাদ পাবেন না। বদলে জীবন হয়ে উঠতে পারে দুর্বিষহ। যে কোনও পরিকল্পনাই বিফলে যেতে পারে। এই ছয় মাস কোনও বড় সিদ্ধান্ত না নেওয়ার চেষ্টা করুন। চট করে রেগেও যাবেন না। বদলে জীবন যে ছন্দে চলছে, সেই ছন্দের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন।
মিথুন: এই বছরের শেষ ছয় মাস মিথুন রাশির জাতক-জাতিকাদের মোটেই ভাল কাটবে না। সতর্ক থাকা বাঞ্ছনীয়। আর্থিকক্ষেত্র থেকে কর্মক্ষেত্রে, সব ক্ষেত্রেই নানা সমস্যার মুখে পড়তে হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনার সঙ্গে থাকবেন না। বছরের শেষে গিয়ে আর্থিক সঙ্কটের মুখে পড়তে হতে পারে। এই শেষ ছয় মাসে ভুলেও কোথাও বিনিয়োগ করতে যাবেন না, লাভের বদলে ক্ষতি হওয়ার আশঙ্কাই বেশি দেখা যাচ্ছে। মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন, হঠকারিতায় কোনও সিদ্ধান্ত নেবেন না। সম্পর্কের ক্ষেত্রেও নানা ঝামেলার মুখে পড়তে হতে পারে। জীবন অন্যান্য সময়ের তুলনায় কঠিন লাগতে পারে, তবে হার মানলে চলবে না। শক্ত মনে সকল পরিস্থিতির সঙ্গে লড়ে যেতে হবে।
কর্কট: কর্কট রাশির ব্যক্তিদের এই বছরের শেষে গিয়ে শত্রুর সংখ্যা বাড়তে পারে। শত্রুরা যে কোনও ভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। চোখ-কান খোলা রেখে চলতে হবে। কাউকে বিশ্বাস করে ঠকতে হতে পারে। কর্মক্ষেত্রেও অযথা হয়রানির শিকার হতে হবে। চেষ্টা করেও কাজে মন বসবে না, মনে সর্বদা একটা চঞ্চলতা কাজ করবে। আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণ বৃদ্ধির আশঙ্কা দেখা যাচ্ছে। বাড়িতে মা-বাবার সঙ্গেও সম্পর্কের অবনতি হতে পারে।
কন্যা: কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য শুরু হতে চলেছে কঠিন সময়। আবেগতাড়িত হয়ে পড়তে পারেন। মানসিক দিক থেকেও ভেঙে পড়ার আশঙ্কা দেখা যাচ্ছে। কিন্তু আবেগের বশে পড়ে ভুল কাজ করে ফেলার আশঙ্কা দেখা যাচ্ছে। তাই মনকে শক্ত রাখার চেষ্টা করুন। সম্পর্কের ক্ষেত্রেও বিশেষ শান্তি পাবেন না। মনোমালিন্য ও ভুল বোঝাবুঝির পরিমাণ বৃদ্ধি পাবে। কেউ আপনার পক্ষে নেই এমন চিন্তাভাবনা মাথায় ভিড় করতে পারে। কিন্তু চেষ্টা করতে হবে খারাপ চিন্তাকে বশে রাখার। বছরের শেষে এসে ধৈর্য হারালে চলবে না।
কুম্ভ: ২০২৫-এর শেষ ছয় মাস কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য শুভ হবে না। কর্মক্ষেত্রে নানা জটিলতার মুখে পড়তে হতে পারে। সাফল্যের পথে আসতে পারে নানা বাধা। দাম্পত্যজীবনেও প্রচুর সমস্যার সম্মুখীন হতে হবে বলে মনে করা হচ্ছে। কোনও ব্যাপারে চট করে মাথা গরম করে ফেললে চলবে না। তা হলে পরিস্থিতি আপনার জন্য আরও কঠিন হয়ে উঠবে। মাথা যতটা সম্ভব ঠান্ডা রেখে সমস্ত রকম পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার চেষ্টা করুন।