Lucky Zodiac Signs of Ulta Rath Yatra 2025

উল্টোরথে ঘুরবে ভাগ্যের চাকা, চারটি রাশির আসবে সুদিন, মিটে যাবে আটকে থাকা কাজ, দূর হবে অর্থকষ্ট

উল্টোরথে চারটি রাশির ভাগ্য বদলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। বহু দিন ধরে আটকে থাকা কাজের সুরাহা এই দিন হয়ে যেতে পারে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ১১:৩৭
Share:

—প্রতীকী ছবি।

৫ জুলাই, শনিবার উল্টোরথ। অনেক জায়গায় ৪ জুলাই, শুক্রবারও রথযাত্রা পালন করা হবে। এই পুণ্য দিনে জগন্নাথ মাসির বাড়ি থেকে রথে চড়ে পুনরায় নিজের বাড়ি ফিরে আসেন। জগন্নাথের সঙ্গে থাকেন দাদা বলরাম ও বোন সুভদ্রা। শাস্ত্রমতে, এই দিনটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিথিতে চারটি রাশির ভাগ্য বদলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। বহু দিন ধরে আটকে থাকা কাজের সুরাহা তাঁরা এই দিন হয়ে যেতে পারে।

Advertisement

উল্টোরথে কোন কোন রাশির ভাগ্য বদলাবে?

বৃষ: উল্টোরথের দিনটি বৃষ রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। অনেক দিন ধরে আটকে থাকা কোনও কাজ এই দিন মিটে যেতে পারে। হঠাৎ অর্থপ্রাপ্তিরও সম্ভাবনা দেখা যাচ্ছে।

Advertisement

কর্কট: জগন্নাথের আশীর্বাদে কর্কট রাশির জাতক-জাতিকারা এই দিন সাফল্যের মুখ দেখতে পারেন। একই সঙ্গে জীবন থেকে অর্থকষ্ট দূর হবে। এই দিন দারুণ কোনও খবর পেতে পারেন কর্কট রাশির ব্যক্তিরা।

সিংহ: সিংহ রাশির জাতক-জাতিকারা বহুপ্রতীক্ষিত কোনও ভাল খবর উল্টোরথের দিন পেতে পারেন। এই দিন আপনারা যা করবেন, তারই ভাল ফল পাবেন। ব্যর্থতা আপনাদের কাছে ঘেঁষতে পারবে না। কর্মক্ষেত্রেও সকলে আপনার সুনাম গাইবেন।

তুলা: উল্টোরথের দিনটি তুলা রাশির ব্যক্তিদের জন্য স্বপ্নের মতো সুন্দর হতে চলেছে। পরিশ্রমের যোগ্য ফল পাবেন। সারা দিন আনন্দের মধ্যে কাটবে। বাড়িতেও পরিবেশ ভাল থাকবে। দাম্পত্য সম্পর্কে নতুন রং লাগবে। আয়ের নতুন রাস্তা খুঁজে পেতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement