নির্দিষ্ট দিনে চুল কাটালে জীবনে উন্নতি আসবে

আমরা অনেকেই আছি, যাঁরা কোনও দিন ক্ষণ, সময় বিচার না করেই নখ, চুল কেটে ফেলি। কিন্তু এ রকমটা করা একেবারেই উচিত নয়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৩ জুন ২০২০ ০০:০৬
Share:

আমরা অনেকেই আছি, যাঁরা কোনও দিন ক্ষণ, সময় বিচার না করেই নখ, চুল কেটে ফেলি। কিন্তু এ রকমটা করা একেবারেই উচিত নয়। কারণ এর সঙ্গে আমাদের জীবনের উন্নতি অবনতির কিছুটা অংশ জুড়ে থাকে। তাই সঠিক এবং নির্দিষ্ট দিন ক্ষণ দেখে তবেই চুল কাটা উচিত। শিশু, মহিলা থেকে সকলেরই নির্দিষ্ট দিন বাছাই করে তবেই চুল কাটা উচিত।

Advertisement

শিশুদের কখন চুল কাটাতে নেই

শিশুদের তাঁদের জন্মবারে কখনওই নখ, চুল কাটাতে নেই। সপ্তাহে যে দিনটিতে তার জন্ম, সেই দিনে চুল কাটা নিষিদ্ধ।

Advertisement

অন্তঃসত্ত্বা অবস্থায় চুল কাটা উচিত নয়

যদি কোনও মহিলা গর্ভাবস্তায় থাকেন, তখন তার চুল কাটা একেবারেই নিষিদ্ধ। মনে করা হয়, গর্ভ ধারণের জন্য যে অতিরিক্ত শক্তির প্রয়োজন, চুল কাটার ফলে তা কমে যায়। প্রকৃতির সঙ্গে সংযোগ হারিয়ে ফেলেন তিনি। ফলে সন্তানের ওপর তার খারাপ প্রভাব পড়ে।

আরও পড়ুন: পোখরাজ ব্যবহার করলে কী কী সুফল পাবেন?

দেখে নেওয়া যাক সপ্তাহে কোন দিন চুল কাটা যাবে বা যাবে না—

রবিবার: রবিবার দিনটি চুল কাটার জন্য না বাছাই করাই ভাল।

সোমবার: সোমবার দিন চুল কাটলে নেতিবাচক শক্তির হাত থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়।

মঙ্গলবার: এই দিন চুল কাটা মহিলাদের ক্ষেত্রে বিশেষ ভাবে নিষিদ্ধ। তবে এই দিন কারও চুল কাটাই উপযুক্ত নয়।

বুধবার: বুধবার চুল কাটা সবথেকে ভাল। এই দিন চুল কাটলে জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়।

বৃহস্পতিবার: এই দিনটি চুল কাটার পক্ষে অনুকূল নয়।

শুক্রবার: শুক্রবার চুল কাটার জন্য উপযুক্ত দিন।

শনিবার: শনিবার মহিলাদের জন্য চুল কাটা নিষিদ্ধ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন