Advertisement
২৬ এপ্রিল ২০২৪

পোখরাজ ব্যবহার করলে কী কী সুফল পাবেন?

মানুষের জীবনে বৃহস্পতি গ্রহের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবজীবনে সুখ, সম্পদ, সৌজন্যবোধ, উদারতা এবং জনপ্রিয়তার প্রতীক হল বৃহস্পতি গ্রহ। যাঁদের জীবনে বৃহস্পতি গ্রহের প্রভাব ভাল তাঁদের ভেতর এই গুণগুলি লক্ষ্য করা যায়।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৯ মে ২০২০ ০০:০৫
Share: Save:

মানুষের জীবনে বৃহস্পতি গ্রহের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবজীবনে সুখ, সম্পদ, সৌজন্যবোধ, উদারতা এবং জনপ্রিয়তার প্রতীক হল বৃহস্পতি গ্রহ। যাঁদের জীবনে বৃহস্পতি গ্রহের প্রভাব ভাল তাঁদের ভেতর এই গুণগুলি লক্ষ্য করা যায়। যাঁদের বৃহস্পতির খারাপ প্রভাব থাকে তাঁদের জন্য পোখরাজ অত্যন্ত উপকারী। এক কথায় বলা যায়,পোখরাজ মানুষের জীবনে ঈশ্বরের আশীর্বাদস্বরূপ।

পোখরাজ ব্যবহার করলে জীবনে ঠিক কী কী উপকার পাওয়া যায়—

• পোখরাজ পাথর ধারণ করলে বুদ্ধি অত্যন্ত চৌকস হয় এবং ষষ্ঠ ইন্দ্রিয় এত প্রখর হয় যে মানুষ যেকোনও কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়।

• ধনসম্পদ বৃদ্ধি করতে পোখরাজ খুবই উপকারী। ব্যবসায় সাফল্য থেকে শুরু করে নতুন নতুন সুযোগ করে জীবনে সাফল্য নিয়ে আসে।

আরও পড়ুন: কোন শিবলিঙ্গ বাড়ির জন্য উপযুক্ত নয় জানেন?

• পোখরাজ ধারণকারী মানুষ নিজের রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন। সহজে তাঁরা রেগে যান না।

• পোখরাজ ব্যবহারকারী মানুষের আত্মতৃপ্তি ও মানসিক শান্তি বৃদ্ধি পায়। ফলে এঁরা জীবনের সব মুহূর্তেই সুখী থাকতে পারেন।

• পোখরাজ ধারণ করলে সন্তানধারণের ক্ষমতা বৃদ্ধি পায়।

• যাঁদের বিবাহিত জীবনে সুখশান্তির অভাব থাকে তাঁরা পোখরাজ ব্যবহার করলে বিবাহিত জীবন অত্যন্ত সুখশান্তিতে ভরে থাকে।

• যে সকল বিবাহ যোগ্য জাতক-জাতিকার বিবাহেবারবার বাধা আসছে তাঁরা যদি পোখরাজ ধারণ করেন তা হলে প্রচুর উপকার পাবেন।

• পোখরাজ দুশ্চিন্তা থেকে মুক্তি দেয় এবং মনঃসংযোগ বৃদ্ধি করতে সাহায্য করে। তাই বিদ্যার্থীদের ক্ষেত্রে এই পাথর খুব সুফল প্রদান করে।

• কোনও কারণে যদি গুপ্তশত্রু বাড়ে তা হলে পোখরাজ ধারণ করলে গুপ্তশত্রুর হাত থেকে মুক্তি পাওয়া যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pukhraj
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE