Vastu Tips

কাঁসা, স্টিল বা মাটি নয়, সকাল-সন্ধ্যা বাড়িতে জ্বালান বিশেষ এক জিনিসের তৈরি প্রদীপ, সৌভাগ্য সঙ্গ ছাড়বে না

বেশির ভাগ বাড়িতে সাধারণত মাটির, স্টিলের বা পিতলের প্রদীপই জ্বালানো হয়। তবে শাস্ত্র জানাচ্ছে এই সব বস্তুর তৈরি প্রদীপ জ্বালানোর চেয়ে অন্য এক বিশেষ জিনিস দিয়ে বানানো প্রদীপ জ্বালানো বাস্তুর জন্য অধিক শুভ।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১৩:৩০
Share:

ছবি: ( এআই সহায়তায় প্রণীত)।

হিন্দু ধর্মে প্রদীপ জ্বালানোর গুরুত্ব বিশেষ। প্রায় প্রতি হিন্দু বাড়িতেই সকাল-সন্ধ্যা পুজো দেওয়ার পর প্রদীপ জ্বালানো হয়। প্রদীপ জ্বালানো ছাড়া হিন্দু বাড়ির পুজো যেন সম্পন্ন হয় না। বেশির ভাগ বাড়িতে সাধারণত মাটির, স্টিলের বা পিতলের প্রদীপই জ্বালানো হয়। তবে শাস্ত্র জানাচ্ছে এই সব বস্তুর তৈরি প্রদীপ জ্বালানোর চেয়ে অন্য এক বিশেষ জিনিস দিয়ে বানানো প্রদীপ জ্বালানো বাস্তুর জন্য অধিক শুভ। এর ফলে খুব ভাল ফলপ্রাপ্তি ঘটে। সেটি কী দিয়ে তৈরি এবং তা জ্বালালে কেমন ফল লাভ করা যায় জেনে নিন।

Advertisement

বাড়িতে কোন প্রদীপ জ্বালানো সবচেয়ে শুভ?

প্রায় সব বাড়িতেই কাঁসা, পিতল, তামা ও মাটির প্রদীপ ব্যবহার করা হয়। তবে এ সবের বাইরে অন্য এক জিনিস দিয়ে প্রদীপ বানিয়ে ব্যবহার করতে পারলে খুব ভাল হয়। সেই জিনিসটি হল আটা। গমের আটা দিয়ে প্রদীপ বানিয়ে ব্যবহার করার নিদান দিচ্ছে শাস্ত্র। গমে মা অন্নপূর্ণার আশীর্বাদ থাকে। প্রচলিত ধারণা অনুযায়ী, সেটি থেকে তৈরি আটা দিয়ে প্রদীপ বানিয়ে ব্যবহার করতে পারলে খুব ভাল ফল পাওয়া যায়। শাস্ত্রমতে এই প্রদীপ মাটির প্রদীপের থেকেও বেশি পবিত্র।

Advertisement

বাড়িতে আটার প্রদীপ জ্বালানোর উপকারিতাগুলি কী?

মনোস্কামনা পূরণ: গমের তৈরি আটার মধ্যে জল মিশিয়ে মণ্ড তৈরি করুন। তার পর সেটি দিয়ে একটি পঞ্চমুখী প্রদীপ বানান। পর পর পাঁচ মঙ্গলবার পঞ্চমুখী হনুমানের মন্দিরে গিয়ে সেই প্রদীপটি জ্বালুন ও বজরংবলির কাছে মনের ইচ্ছা জানান। দেখবেন কিছু দিনের মধ্যেই সেই ইচ্ছা বাস্তবের রূপ নিচ্ছে।

গ্রহ শান্তি: কোষ্ঠীতে থাকা অশান্ত গ্রহকে শান্ত করতে কার্যকরী আটার প্রদীপ। শনি গ্রহকে শান্ত করতে প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার হনুমান মন্দিরে গিয়ে আটার প্রদীপ জ্বালুন। অগ্নিকারক গ্রহ মঙ্গলকে শান্ত করার উদ্দেশ্যে প্রতি দিন বাড়িতে আটার প্রদীপে চামেলির তেল দিয়ে প্রদীপ জ্বালুন।

ঋণমুক্তি: বহু দিন ধরে বয়ে চলা ঋণের বোঝা কাঁধ থেকে ঝেড়ে ফেলতে চাইলে প্রতি সন্ধ্যায় তুলসীমঞ্চে আটার তৈরি প্রদীপ জ্বালুন। এই কাজটি নিষ্ঠাভরে নিয়মিত করে চলতে হবে। দেখবেন ঋণের বোঝা সময়ের সঙ্গে কোনও রকম জটিলতা ছাড়াই নেমে যাচ্ছে। পরবর্তী কালে আর ঋণ গ্রহণের দরকারও পড়বে না।

আর্থিক সমৃদ্ধি: সামান্য হলুদের গুঁড়ো আটার সঙ্গে মিশিয়ে সেটিকে মাখুন। তার পর সেটি দিয়ে একটা প্রদীপ তৈরি করে দু’বেলা তাতে সর্ষের তেল দিয়ে জ্বালুন। দেখবেন অর্থকষ্ট জীবন থেকে বিদায় নিচ্ছে। এরই সঙ্গে আয়ের নতুন নতুন পথ আপনার সামনে খুলে যাচ্ছে। জীবনে আর্থিক সমৃদ্ধি লাভ করবেন।

বিয়েতে বাধা: বহু মানুষকেই বিয়ের ক্ষেত্রে নানা বাধার সম্মুখীন হতে হয়। তবে এই সকল বাধা কাটাতেও সক্ষম আটার প্রদীপ। হলুদ মেশানো আটা দিয়ে তৈরি প্রদীপে সামান্য ঘি দিয়ে প্রতি সন্ধ্যাবেলা জ্বালুন। ঘি শেষ না হওয়া পর্যন্ত সেই প্রদীপ জ্বলতে দিন। দেখবেন বিয়ের ক্ষেত্রে আসা সমস্ত বাধা ধীরে ধীরে কেটে যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement