Kartik Auspicious Days

কবে থেকে শুরু হচ্ছে কার্তিক মাস? এই মাসে বিয়ের কোনও শুভ দিন রয়েছে কি? কার্তিক পুজো কবে পড়েছে?

কার্তিক বঙ্গাব্দের সপ্তম মাস। কার্তিক মাসের অমাবস্যায় মা কালীর শ্যামা রূপকে পুজো করা হয়। এ ছাড়াও বহু বাড়িতে দেবী লক্ষ্মীকেও পুজো করা হয় ও অলক্ষ্মীকে বিদায় জানানো হয়।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১৬:৩৭
Share:

—প্রতীকী ছবি।

যে চান্দ্রমাসে সাধারণত কৃত্তিকা নক্ষত্রে অথবা তার অব্যবহিত পূর্ব বা পরের নক্ষত্রে পূর্ণিমার অন্ত হয় সেটিকে ‘চান্দ্র কার্তিক’ মাস বলে। সূর্যের তুলা রাশিতে স্থিতিকালেই এটি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই কারণে সূর্যের তুলা রাশিতে স্থিতিকাল অবস্থা ‘সৌর কার্তিক’ নামে পরিচিত। এটি বঙ্গাব্দের সপ্তম মাস। কার্তিক মাসের অমাবস্যায় মা কালীর শ্যামা রূপকে পুজো করা হয়। এ ছাড়াও বহু বাড়িতে দেবী লক্ষ্মীকেও পুজো করা হয় ও অলক্ষ্মীকে বিদায় জানানো হয়। এই মাসে সাধারণত বিয়ে হয় না। তবে অতিরিক্ত বিয়ের বিশেষ কিছু দিন রয়েছে। প্রয়োজনে সেই দিনগুলিতে বিয়ে করা যেতে পারে।

Advertisement

কার্তিক মাসে অতিরিক্ত বিয়ের শুভ দিন:

১ কার্তিক, ১৮ অক্টোবর, শনিবার।

Advertisement

বিয়ে- সন্ধ্যা ৬টা ৪২ মিনিট গতে রাত ১টা ৯ মিনিটের মধ্যে বৃষ, মিথুন ও কর্কট লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।

৪ কার্তিক, ২১ অক্টোবর, মঙ্গলবার।

বিয়ে- রাত ১০টা ৫৯ মিনিট গতে ১২টা ৫৭ মিনিটের মধ্যে কর্কট লগ্নে, পুনরায় রাত ৩টে ৮ মিনিট গতে কন্যা লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।

৫ কার্তিক, ২২ অক্টোবর, বুধবার।

বিয়ে- রাত ১২টা ৫৩ মিনিটের মধ্যে মেষ, বৃষ, মিথুন ও কর্কট লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।

৭ কার্তিক, ২৪ অক্টোবর, শুক্রবার।

বিয়ে- রাত ৮টা ৯ মিনিটের মধ্যে মেষ, বৃষ লগ্নে, পুনরায় রাত ৯টা ৪৬ মিনিট গতে ১২টা ৪৫ মিনিটের মধ্যে মিথুন ও কর্কট লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।

১১ কার্তিক, ২৮ অক্টোবর, মঙ্গলবার।

বিয়ে- সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট গতে মেষ ও বৃষ লগ্নে, পুনরায় রাত ৮টা ৯ মিনিট গতে ১২টা ৯ মিনিটের মধ্যে মিথুন ও কর্কট লগ্নে, পুনরায় ২টো ৪১ মিনিট গতে কন্যা, তুলা ও মিথুন লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।

১২ কার্তিক, ২৯ অক্টোবর, বুধবার।

বিয়ে- রাত ৯টা ৫১ মিনিট গতে ১২টা ২৫ মিনিটের মধ্যে মিথুন ও কর্কট লগ্নে, পুনরায় ভোর ৪টে ৯ মিনিট গতে কন্যা ও তুলা লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।

২৯ কার্তিক, ১৫ নভেম্বর, শনিবার।

বিয়ে- সন্ধ্যা ৬টা ৫০ মিনিট গতে রাত ১১টা ১৯ মিনিটের মধ্যে মিথুন ও কর্কট লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।

কার্তিক মাসে পুজো-উপচার:

ধনত্রয়োদশী:

১ কার্তিক, ১৮ অক্টোবর, শনিবার।

ত্রয়োদশী তিথি আরম্ভ-

১ কার্তিক, ১৮ অক্টোবর, শনিবার।

সময়- দুপুর ১২টা ২১ মিনিট।

ত্রয়োদশী তিথি শেষ-

২ কার্তিক ১৯ অক্টোবর, রবিবার।

সময়- দুপুর ১টা ৫২ মিনিট।

নরক চতুর্দশী:

২ কার্তিক, ১৯ অক্টোবর, রবিবার।

চতুর্দশী তিথি আরম্ভ-

সময়- দুপুর ১টা ৫৩ মিনিট।

চতুর্দশী তিথি শেষ-

৩ কার্তিক ২০ অক্টোবর, সোমবার।

সময়- দুপুর ৩টে ৪৫ মিনিট।

শ্যামাপুজো:

৩ কার্তিক, ২০ অক্টোবর, সোমবার।

অমাবস্যা তিথি আরম্ভ-

সময়- দুপুর ৩টে ৪৬ মিনিট।

অমাবস্যা তিথি শেষ-

৪ কার্তিক ২১ অক্টোবর, মঙ্গলবার।

সময়- বিকেল ৫টা ৫৫ মিনিট।

ভাইফোঁটা:

৬ কার্তিক, ২৩ অক্টোবর, বৃহস্পতিবার।

দ্বিতীয়া তিথি আরম্ভ-

৫ কার্তিক, ২২ অক্টোবর, বুধবার।

সময়- রাত ৮টা ১৮ মিনিট।

দ্বিতীয়া তিথি শেষ-

৬ কার্তিক, ২৩ অক্টোবর, বৃহস্পতিবার।

সময়- রাত ১০টা ৪৭ মিনিট।

জগদ্ধাত্রী পুজো:

অষ্টমী- ১৩ কার্তিক, ৩০ অক্টোবর, বৃহস্পতিবার।

উত্থান একাদশী:

১৬ কার্তিক, ২ নভেম্বর, রবিবার।

একাদশী তিথি আরম্ভ-

১৫ কার্তিক, ১ নভেম্বর, শনিবার।

সময়- সকাল ৯টা ১৩ মিনিট।

একাদশী তিথি শেষ-

১৬ কার্তিক, ২ নভেম্বর, রবিবার।

সময়- সকাল ৭টা ৩২ মিনিট।

রাসপূর্ণিমা:

১৯ কার্তিক, ৫ নভেম্বর, বুধবার।

পূর্ণিমা তিথি আরম্ভ-

১৮ কার্তিক, ৪ নভেম্বর, মঙ্গলবার।

সময়- রাত ১০টা ৩৮ মিনিট।

পূর্ণিমা তিথি শেষ-

১৯ কার্তিক, ৫ নভেম্বর, বুধবার।

সময়- সন্ধ্যা ৬টা ৪৯ মিনিট।

উৎপন্না একাদশী:

২৯ কার্তিক, ১৫ নভেম্বর, শনিবার।

একাদশী তিথি আরম্ভ-

২৮ কার্তিক, ১৪ নভেম্বর, শুক্রবার।

সময়- রাত ১২টা ৫১ মিনিট।

একাদশী তিথি শেষ-

২৯ কার্তিক, ১৫ নভেম্বর, শনিবার।

সময়- রাত ২টো ৩৮ মিনিট।

কার্তিক পুজো:

৩০ কার্তিক, ১৬ নভেম্বর, রবিবার।

ইতুপুজো আরম্ভ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement