ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
আমাদের মধ্যে অনেকেই আছেন যাঁরা বাড়ির বাসনপত্র ভেঙে গেলেও না ফেলে দিয়ে রেখে দেন। মনে করেন, সামান্য কোনা ভেঙে গিয়েছে, ঠিক কাজ চালিয়ে নেওয়া যাবে। অনেকে সেটিকে রান্নাঘরে না রেখে অন্য জায়গায় রেখে দেন। কিন্তু এই কাজ করাটা উচিত নয় বলে জানাচ্ছে বাস্তুশাস্ত্র। বাস্তুমতে জেনে নিন ভাঙা বাসন রেখে দিলে বা ভাঙা বাসনে খাবার খেলে কী হয়।
ভাঙা বাসনে খাবার খেলে কী হয়?
১) ভাঙা কাপ-প্লেটে চা খেলে শরীরের উপর খুবই নেগেটিভ প্রভাব পড়ে। এ ছাড়া বাড়িতে বাস্তুদোষও সৃষ্টি হয়।
২) ভাঙা বাসনে খাবার খাওয়ার অর্থ হল বাড়িতে দারিদ্রকে স্বাগত জানানো।
৩) ভাঙা চিনামাটির বাসন কখনওই ঘরে জমিয়ে রাখা উচিত নয়। এতে রাহুর অশুভ প্রভাবের শিকার হতে হয়। জীবন দুর্বিষহ হয়ে ওঠে।
৪) প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ভাঙা বাসনে খাবার খেলে দুর্ভাগ্য নেমে আসে এবং দারিদ্র দেখা দেয়।
৫) ভাঙা মানেই অসম্পূর্ণ এবং ধ্বংসের প্রতীক। তাই ভাঙা বাসন ব্যবহার করা মানেই বাড়িতে আর্থিক স্থিতি নষ্ট হয়।
৬) ভাঙা অংশ বা ফাটল দিয়ে নেগেটিভ শক্তির সঞ্চার হয়। এর ফলে সংসারের উপর সেটির অশুভ ছায়া পড়ে এবং পরিবারের মানুষদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়।
৭) খাবার খাওয়া এক ধরনের সন্তুষ্টির ব্যাপার। যদি ভাঙা বাসনে খাওয়া হয় তা হলে জীবনে সন্তুষ্টির অভাব হয় এবং মানসিক অশান্তি শুরু হয়।
প্রতিকার:
কোনও বাসনে অল্প চিড় বা ফাটল ধরলেও সেটিকে জমিয়ে না রেখে শীঘ্রই বাতিল করুন। বদলে নতুন বাসন ব্যবহার করুন। শাস্ত্রমতে, রুপো বা সোনার বাসনে খাবার খেলে ভাগ্যের সদ্গতি হয়। তবে বিত্তশালী ব্যক্তিরা ছাড়া এই দুই ধাতুর বাসনে খাবার খাওয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। সম্ভব হলে কাঁসা বা পিতলের বাসনে খাবার খেতে পারেন। খুব ভাল ফল পাবেন।