Unlucky Zodiac Signs

২০২৫-এর তীরে এসে তরী ডুবতে পারে চার রাশির! ঋণের বোঝা বৃদ্ধির সঙ্গে কর্মক্ষেত্রেও জুটবে বসের বকুনি

নভেম্বর ও ডিসেম্বর, এই শেষ দুই মাস চার রাশির জন্য খুবই খারাপ হতে পারে বলে মনে করা হচ্ছে। সর্বদা চোখ-কান খোলা রেখে চলতে হবে। না হলে মুশকিলে পড়তে হতে পারে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ১৫:৪০
Share:

—প্রতীকী ছবি।

২০২৫ শেষ হতে আর দু’মাসও বাকি নেই। বছরটা যেমনই কাটুক না কেন, শেষটা কেমন হবে সে সংক্রান্ত ভাবনা সকলের মনেই চলতে থাকে। কথায় বলে, যার শেষ ভাল, তার সব ভাল। তাই বছরের শেষটা সকলেই আনন্দ করে কাটাতে চান। আশা করেন যাতে খারাপ কিছু না ঘটে। পুরনো বিষাদ ভুলে গিয়ে নতুনের সূচনাটা ভাল করে করার আশা রাখেন। কিন্তু সব সময় আমরা যেটা চাই সেটাই হয় না। ভাগ্যের পরিকল্পনা থাকে অন্য। নভেম্বর ও ডিসেম্বর, এই শেষ দুই মাস চার রাশির জন্য খুবই খারাপ হতে পারে বলে মনে করা হচ্ছে। সর্বদা চোখ-কান খোলা রেখে চলতে হবে। না হলে মুশকিলে পড়তে হতে পারে। তালিকায় কারা রয়েছে দেখে নিন।

Advertisement

কোন চার রাশির শেষ দু’মাস খারাপ কাটবে?

মেষ: রাশিচক্রের প্রথম রাশি মেষের এই দু’মাস ভাল কাটবে না। সতর্ক থাকা বাঞ্ছনীয়। শত্রুরা ক্ষতি করার জন্য উঠেপড়ে লাগতে পারে। যে কোনও ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হবে বলে মনে করা হচ্ছে। ধৈর্য হারালে সমস্যা আরও বৃদ্ধি পাবে। সকলের সঙ্গে বুঝেশুনে কথা বলতে হবে। গোপন কথা কারও সামনে প্রকাশ করবেন না।

Advertisement

মিথুন: নভেম্বর-ডিসেম্বর মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্যও ভাল হবে না। কোনও দুর্ঘটনার কবলে পড়ার আশঙ্কা দেখা যাচ্ছে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে পরিশ্রমের যোগ্য ফল পাবেন না। তবে মাথা গরম করলে চলবে না। এতে সব ক্ষেত্রেই সমস্যায় পড়তে হতে পারে। ঝগড়া-অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন।

কুম্ভ: কুম্ভ রাশির জাতক-জাতিকাদের এই দুই মাস খারাপ কাটতে চলেছে। ব্যয়ের দিকে নজর রাখতে হবে। কাউকে টাকা ধার দিলে ঠকার আশঙ্কা দেখা যাচ্ছে। ঋণ দেওয়া ও নেওয়ার থেকে দূরে থাকাই ভাল হবে। এই সময় ফটকা জাতীয় খেলা ও বিনিয়োগ করা থেকে দূরে থাকাই বুদ্ধির কাজ হবে। কাজে মন বসবে না। ফলত কর্মক্ষেত্রেও জটিলতা বৃদ্ধির আশঙ্কা দেখা যাচ্ছে।

মীন: নভেম্বর-ডিসেম্বর মীন রাশির জাতক-জাতিকাদের জন্য খুবই খারাপ সময় হতে চলেছে। ভাবনার জগৎ থেকে বেরোতে না পারলে সমস্যা আরও বৃদ্ধি পাবে। চোখ-কান খোলা রেখে চলতে হবে, না হলে মুশকিল আছে। পেশার ক্ষেত্রে সহকর্মীরা আপনার বিরুদ্ধে চক্রান্ত করার চেষ্টা করবে। সংসারেও ছোটোখাটো ব্যাপারে সমস্যা লেগেই থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement