Money Making Tips

সিদ্ধির সঙ্গে বুদ্ধিও লাভ হবে, বুধবার সহজ এক টোটকা পালনে মিলবে গণেশের আশীর্বাদ! প্রয়োজন তিন সহজলভ্য সামগ্রীর

বুধবার দিনটিকে গণেশজির বার বলা হয়। এই দিন বিশ্বাস এবং ভক্তিভরে উপাসনা করলে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ মেলে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১১:২৯
Share:

—প্রতীকী ছবি।

গণেশ সমৃদ্ধির দেবতা। নিষ্ঠাভরে তাঁর আরাধনা করলে জীবনে সুখ-সমৃদ্ধির কোনও অভাব থাকে না। গণেশজির কৃপায় জীবনে কখনও অর্থসঙ্কট কাছে ঘেঁষতে পারে না। সকল দেবতার আশীর্বাদে দেবাদিদেব মহাদেব এবং দেবী গৌরীর পুত্র শ্রীগণেশ সিদ্ধিদাতা বা সফলতা লাভের দেবতার স্থান পান। এই কারণে সমস্ত শুভ কর্মে, এমনকি সমস্ত পুজোর প্রারম্ভে সিদ্ধিদাতার পুজো করা আবশ্যক। সিদ্ধিদাতার আশীর্বাদে সমস্ত কাজে সফলতা আসে।

Advertisement

বুধবার দিনটিকে গণেশজির বার বলা হয়। এই দিন বিশ্বাস এবং ভক্তিভরে উপাসনা করলে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ মেলে। সেই কারণে যাঁরা অর্থ সংক্রান্ত সমস্যায় ভুগছেন, তাঁদের এই দিন লাল ফুল, দূর্বা সহকারে সিদ্ধিদাতার পুজো করতে বলা হয়। সিদ্ধিদাতা গণেশের পুজোয় বুধ এবং কেতু গ্রহের খারাপ প্রভাব থেকে মুক্তি পাওয়াও সম্ভব। মাসের যে কোনও বুধবার একটা সহজ টোটকা পালন করলে অর্থভাগ্যের দারুণ উন্নতি হয়। প্রতিকারটি কী জেনে নিন।

বুধবারের উপায়:

Advertisement

প্রতিকারটি করতে প্রয়োজন একটি কাচের পাত্র, পাঁচটি এক টাকার কয়েন ও মৌরি। কাচের বাটিতে পাঁচটি এক টাকার কয়েন রাখুন। এ বার সেটিকে মৌরি দ্বারা পূর্ণ করে বাড়িতে থাকা সিদ্ধিদাতা গণেশের মূর্তি বা ছবির সামনে বাটিটিকে রেখে দিন। দেখবেন কিছু দিন পর থেকেই ফল পাচ্ছেন। নতুন আয়ের উৎস খুঁজে পেতে পারেন। প্রতি বুধবার গণেশের পুজো করার সময় সেটিকেও পুজো করতে হবে। তবে তাতে ফুল বা দূর্ব্বা না দিলেও চলবে। এর ফলে আমাদের জ্ঞান বৃদ্ধিও ঘটে বলে বিশ্বাস করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement