ব্রেকআপ হওয়ার পর কোন রাশির কেমন প্রতিক্রিয়া হয় জেনে নিন

রাশি অনুযায়ী প্রতিটি মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা আলাদা হয়। আবার রাশি অনুযায়ী স্বভাব, ভাগ্য সবেরই ব্যতিক্রম ঘটে। ঠিক তেমনই সম্পর্কে ব্রেকআপ হওয়ার পর রাশি অনুযায়ী তাদের প্রতিক্রিয়া হয় ভিন্ন ভিন্ন। এক একটা রাশির মানুষ এক একরকম ভাবে ব্রেকআপের প্রতিক্রিয়া দেখায়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২০ ০০:০৫
Share:

রাশি অনুযায়ী প্রতিটি মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা আলাদা হয়। আবার রাশি অনুযায়ী স্বভাব, ভাগ্য সবেরই ব্যতিক্রম ঘটে। ঠিক তেমনই সম্পর্কে ব্রেকআপ হওয়ার পর রাশি অনুযায়ী তাদের প্রতিক্রিয়া হয় ভিন্ন ভিন্ন। এক একটা রাশির মানুষ এক একরকম ভাবে ব্রেকআপের প্রতিক্রিয়া দেখায়।

Advertisement

দেখে নেওয়া যাক কোন রাশি কেমন প্রতিক্রিয়া দেখায়—

মেষ: মেষ রাশির জাতক-জাতিকাদের ব্রেকআপের পর খুব একটা প্রতিক্রিয়া দেখা যায় না বরং তাঁরা নিজেদের জীবন ভাল করে সাজিয়ে নেন।

Advertisement

বৃষ: বৃষ রাশির মানুষরা বাইরে থেকে কিছু বুঝতে দেয় না, ভেতর ভেতর কষ্টে ভোগেন।

মিথুন: মিথুন রাশির মানুষরা ব্রেকআপের পর খুবই ভেঙে পড়েন। তাঁরা বুঝে উঠতে পারেন না ঠিক কী করবেন। রাগে জেদে ফেটে পড়েন।

কর্কট: কর্কট রাশির ব্যক্তিরাও ব্রেকআপ সহ্য করতে পারেন না। এঁদের আত্মসম্মান বোধে আঘাত লাগে বেশি। তবে পরে বুঝতে পারেন যে, এই ভাবে জীবন কাটে না তখন স্বাভাবিক জীবনে ফিরে আসেন।

আরও পড়ুন: দীর্ঘ দিন ধরে অর্থ কষ্টে ভুগছেন? পরিত্রাণ পেতে মেনে চলুন এই সব উপায়

সিংহ: এই রাশির মানুষের পক্ষে ব্রেকআপ মেনে নেওয়া সম্ভব হয় না। এঁরা নিজের সঙ্গীকে খুব বেশি নিজের করে ফেলেন। তাই ব্রেকআপের পর মানসিক অবসাদের ফলে নানা কাণ্ড ঘটিয়ে ফেলেন।

কন্যা: কন্যা রাশির জাতক-জাতিকারা উপরে কিছু বুঝতে না দিলেও মনে মনে অত্যন্ত অবসাদগ্রস্ত হয়ে পরে। অতিরিক্ত আবেগপ্রবণ হওয়ার ফলে সঙ্গীর উপর ক্ষোভ সৃষ্টি হতে থাকে।

তুলা: তুলা রাশির মানুষরা খুব বাস্তববাদী হন, তাই এঁরা খুব বেশি ভেঙে পড়েন না। এঁরা জানেন সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক করে নিতে।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা হয়তো অন্যান্য রাশির মতো প্রতিক্রিয়া দেখাতে পারেন না, তবে মনে মনে যন্ত্রণায় ভুগতে থাকেন। তবে এঁরা ব্রেকআপের পরেও সঙ্গীর উপরে নজর রাখেন।

ধনু: ধনু রাশির মানুষরা ব্রেকআপে সামান্য প্রতিক্রিয়া দেখালেও, পরবর্তী সম্পর্কে যেতে খুব বেশি সময় নেন না। এই সময়ে এঁরা ভ্রমণে বেড়িয়ে পড়েন।

মকর: মকর রাশির জাতক-জাতিকারা ব্রেকআপ মোটেও পছন্দ করেন না। তবে নেহাত ব্রেকআপ হয়ে গেলেও সেই অভিজ্ঞতাকে কেন্দ্র করে নিজেকে আর শক্ত করে তোলেন।

কুম্ভ: কুম্ভ রাশির মানুষ প্রথমে খুব একটা কষ্ট পান না। তবে পরে বুঝতে পারেন যে তাঁরা কী হারিয়েছেন। এঁরা নিজের মনের কথা ঠিকঠাক প্রকাশ করতে পারেন না বলে বেশি কষ্ট পান।

মীন: মীন রাশির জাতক-জাতকারা খুব বেশি আবেগপ্রবণ হন। ব্রেকআপের পরেও প্রাক্তনকে এঁরা মনে মনে সঙ্গী করে রাখেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন