Shani Sade Sati 2026

২০২৬-এ শনির সাড়েসাতি হবে দ্বিগুণ প্রভাবশালী! তিন রাশির জীবন বদলাবে, ভাল হবে না খারাপ? রাশি মিলিয়ে দেখে নিন

এক একটি রাশিতে শনি আড়াই বছর ধরে অবস্থান করে। সেই অনুযায়ী ২০২৬ সালেও শনি মীন রাশিতেই অবস্থান করবে। তবে বছরের শুরুতেই শনির নক্ষত্র পরিবর্তন হবে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ০৭:৩২
Share:

—প্রতীকী ছবি।

বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে শনি। মীনের সঙ্গে সঙ্গে কুম্ভ রাশির জাতক-জাতিকারাও শনির সাড়েসাতির প্রভাবে ভুগছেন। শনি ধীরগতির গ্রহ। নয় গ্রহের মধ্যে শনি সবচেয়ে বেশি দিন কোনও রাশিতে অবস্থান করে। এক একটি রাশিতে শনি আড়াই বছর ধরে অবস্থান করে। সেই অনুযায়ী ২০২৬ সালেও শনি মীন রাশিতেই অবস্থান করবে। তবে বছরের শুরুতেই শনির নক্ষত্র পরিবর্তন হবে। বছরের শুরুতেই শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। এর পর শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাবে, তার পর রেবতী নক্ষত্রে যাবে। এর প্রভাবে শনির সাড়েসাতির প্রভাব তুঙ্গে পৌঁছোবে। ফলত তিন রাশির ব্যক্তিদের জীবনে নানা দিক থেকে পরিবর্তন আসবে।

Advertisement

কোন তিন রাশির জীবনে বিরাট বদল আসবে?

মেষ: শনির সাড়েসাতির প্রভাবে মীন রাশির জাতক-জাতিকারা পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। তবে যে বিষয় নিয়ে মনে সঙ্কোচ কাজ করবে, সে বিষয়ের দিকে না এগোনোই বুদ্ধির কাজ হবে। ধৈর্য ধরে সব কাজ করে যেতে হবে। হাল ছাড়লে চলবে না। আর্থিক পরিস্থিতি ঠিকঠাকই থাকবে। তবে ব্যয়ের দিকে নজর রাখতে হবে, না হলে অর্থ সংক্রান্ত সমস্যায় পড়তে হতে পারে। পেশার দিক দিয়ে ২০২৬ আপনাদের খুবই ভাল কাটবে। তবে অহঙ্কার দেখালে চলবে না, সকলের সঙ্গে ভাল ব্যবহার করতে হবে।

Advertisement

কুম্ভ: ২০২৬-এ কুম্ভ রাশির শনির সাড়েসাতির শেষ পর্যায় চলবে। এর ফলে মানসিক চাপের পরিমাণ বৃদ্ধি পাবে। অনেক কাজ একসঙ্গে সামলাতে হতে পারে। পরিকল্পনা করে এগোলে মনের মতো ফল পাবেন। দুশ্চিন্তা ছাড়তে হবে, না হলে পরিস্থিতি আরও টলমলে হতে পারে বলে মনে করা হচ্ছে। যে কোনও কাজই মন দিয়ে করতে হবে। তা হলে ভবিষ্যতে গিয়ে ভাল ফল পাবেন। পেশার ক্ষেত্রে এগিয়ে যেতে সুবিধা হবে। কথার উপর রাশ না টানতে পারলে ব্যক্তিগত সম্পর্কে নেগেটিভ প্রভাব পড়বে।

মীন: মীন রাশির জাতক-জাতিকারা যদি সৎ পথে জীবন কাটান তা হলে শনির সাড়েসাতির কুপ্রভাব থেকে নিজেদের রক্ষা করতে পারবেন। মানসিক স্বাস্থ্যের উপর নজর রাখতে হবে। কাজের চাপ বাড়বে। তবে ঘাবড়ালে চলবে না। মাথা ঠান্ডা রেখে সমস্তটা সামলাতে হবে। শনির প্রভাবে কিছু জিনিস আপনার কাছে অস্পষ্ট থেকে যেতে পারে। কিন্তু সেগুলি নিয়ে বেশি না ভাবাই ভাল হবে। পুরনো বেশ কিছু খারাপ অভ্যাস ত্যাগ করতে হবে। আদর্শ ও নীতির উপর ভর করে জীবন কাটালেই সব ঠিক থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement