এই রাশির মানুষ জীবনে কখনও কারও নিয়ন্ত্রণে চলেন না

কিছু মানুষ আছেন, যাঁরা নিজের বুদ্ধি ছাড়া অন্যকারও বুদ্ধিকেই কাজে লাগান না। তাঁরা নিজে যেটা মনে করেন, সেটাই তাঁদের শেষ সিদ্ধান্ত হয়। অনেক সময় দেখা যায়,অন্যের বুদ্ধিতে লাভ হলেও তিনি নিজের সিদ্ধান্ত থেকে সরেন না।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২০ ০০:০৫
Share:

কিছু মানুষ আছেন, যাঁরা নিজের বুদ্ধি ছাড়া অন্যকারও বুদ্ধিকেই কাজে লাগান না। তাঁরা নিজে যেটা মনে করেন, সেটাই তাঁদের শেষ সিদ্ধান্ত হয়। অনেক সময় দেখা যায়,অন্যের বুদ্ধিতে লাভ হলেও তিনি নিজের সিদ্ধান্ত থেকে সরেন না।

Advertisement

দেখা যাক কোন রাশির মানুষ এরকম প্রকৃতির হয়—

ধনু: ধনু রাশির মানুষ এরকম অভ্যাসের অধিকারী হন। এঁরা হয়ত কোনওসময়ে অন্যের কথা শোনেন, তবে একাত্ম ভাবে তা কখনওই পালন করেন না।

Advertisement

মকর: মকর রাশির মানুষ তীব্র বুদ্ধি সম্পন্ন হন। এঁরা নিজের মতামতকে অত্যন্ত গুরুত্ব দেন। হয়তো মন রাখার জন্য আপনার কথায় কখনওসায় দেবেন, কিন্তু অন্যের নিয়ন্ত্রণেকখনও বাধা পড়বেন না।

আরও পড়ুন:রাশি অনুযায়ী জেনে নিন মানুষ তাঁর কোন স্বভাবের জন্য বার বার বিপদে পড়েন

বৃশ্চিক: বৃশ্চিক রাশির মানুষদের বুদ্ধির জোর অত্যন্ত প্রখর। যতই বুদ্ধিমানপ্রতিপক্ষ হন, এঁদের চালাকির সঙ্গে জিততে পারবেন না। এঁরা নিজের সিদ্ধান্তে এত বেশি অটল থাকেন যে, কারও সিদ্ধান্ত শোনার পর্যন্ত প্রয়োজন বোধ করেন না।

তুলা: তুলা রাশির মানুষ নিজেদের গোপনীয়তা কখনওই কারও কাছে তুলে ধরেন না এবং অন্যের সিদ্ধান্তের মর্যাদাও দেন না। এঁদের নিজেদের ওপর বিশ্বাস থাকে প্রবল। তাই অন্যের নিয়ন্ত্রণে চলা একেবারেই পছন্দ করেন না।

মিথুন: মিথুন রাশি নিজে কারও নিয়ন্ত্রণে চলেন না। বরং অন্যকে নিয়ন্ত্রণে রাখতে বেশি পছন্দ করেন। এঁরা অন্যের সঙ্গে কোনও কথাই বেশি বলতে চান না। নিজের মতামত এঁদের শেষ কথা।

মেষ: মেষ রাশির জন্য নিয়ন্ত্রণ শব্দটিইখুব কঠিন। এঁরা অন্যের সিদ্ধান্ত দ্বিতীয়বার ভেবে দেখেন না। এঁদের জীবনের পথে কখনও কেউ প্রবেশ করতে পারেন না। নিজের নিয়ন্ত্রণে থাকাটাই এঁদের কাছে গুরুত্বপূর্ণ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন