—প্রতীকী ছবি।
ভালবাসা বিনা কোনও সম্পর্ক হয় না। বিয়ে তো হয়ই না। যে সম্পর্কে ভালবাসা থাকে না, সেই সম্পর্কের স্থায়িত্বও বেশি দিনের হয় না। প্রেম-ভালবাসায় প্রায় সকলেই জড়ান, তবে সব ভালবাসা বিয়ে অবধি পৌঁছোয় না। বহু মানুষ আবার বাড়ির সদস্যদের দেখে দেওয়া ছেলে-মেয়েকে বিয়ে করাই পছন্দ করেন। কিন্তু রাশিচক্রের সাত রাশির মানুষ রয়েছেন যাঁরা ভালবেসে বিয়ে করাতেই বিশ্বাসী। আগে থেকে না জেনে, না চিনে, বাড়ির লোকেদের কথামতো যে কাউকে বিয়ে করে নেওয়া তাঁদের রাশিগত প্রকৃতিতে নেই।
কোন কোন রাশির জাতক-জাতিকারা ভালবেসে বিয়ে করা পছন্দ করেন?
মিথুন: এই রাশির ব্যক্তিদের কাছে ভালবাসাই সব। তাঁদের মতে ভালবাসা ছাড়া জীবন বৃথা। তাই যে মানুষের সঙ্গে তাঁরা সম্পর্কে থাকেন, সেই মানুষকেই বিয়ে করার জন্য তাঁরা বদ্ধপরিকর থাকেন। মিথুনের জাতকেরা তাঁদের সর্বস্ব দিয়ে ভালবাসার সম্পর্ককে বিয়ের গণ্ডি পেরোনোর চেষ্টা করেন।
কর্কট: কর্কট রাশির জাতক-জাতিকারা স্বভাবগত দিক থেকে অত্যন্ত আবেগপ্রবণ। এক বার যাঁকে ভালবেসেন, পরবর্তী কালে সেই মানুষকে ভুলে অন্য কারও সঙ্গে সংসার বাঁধা তাঁদের পক্ষে এক প্রকার অসম্ভব। সেই কারণে বিয়ের ক্ষেত্রে এঁরা প্রেম করে বিয়ে করার ব্যাপারটাকেই বেছে নেন।
সিংহ: কাউকে না ভালবেসে বিয়ে? সিংহ রাশির জাতক-জাতিকারা এ সব ভাবতেই পারেন না! যাঁর সঙ্গে প্রেম করবেন, তাঁকেই বিয়ে করবেন। দরকারে বহু প্রেম করতেও রাজি সিংহ রাশির মানুষেরা। কিন্তু প্রেম না করে বিয়ে করার ব্যাপারে এঁরা রাজি নন।
তুলা: ভালবাসা চাই, তবে গদগদ প্রেমে বিশ্বাস করেন না তুলা রাশির জাতক-জাতিকারা। যুক্তি দিয়ে কথা বলতে পছন্দ করেন এই রাশির মানুষেরা। আর সেই যুক্তির উপর ভিত্তি করেই বাড়ির লোকের কথামতো কোনও মানুষকে বিয়ে করতে এঁরা নারাজ। উপরন্তু, কোনও মানুষের সঙ্গে সম্পর্কে থেকে, তাঁকে চিনে-বুঝে, উক্ত মানুষের সঙ্গে যদি তাঁর মনের মিল হয় তবেই বিয়ের পিঁড়িতে বসতে রাজি হন তুলা রাশির মানুষেরা।
ধনু: এমনিতে ধনু রাশির মানুষেরা স্বাধীনচেতা, নিজের মতে চলতে পছন্দ করেন। তাই বিয়ের ক্ষেত্রেও এঁরা অন্যের কথামতো নয়, নিজের পছন্দমতো মানুষকে বিয়ে করাকেই সমীচীন মনে করেন। সঙ্গীর প্রতি এঁরা অত্যন্ত দায়িত্বশীল ও যত্নবান হন।
কুম্ভ: কুম্ভ রাশির জাতক-জাতিকারা ভালবাসার মানুষের জন্য যা কিছু করতে পারেন। নিঃস্বার্থ ভাবে মনের মানুষকে ভালবাসেন, তাঁদের পাশে থাকেন। বদলে চান শুধুই ভালবাসা। প্রেম ছাড়া বিয়ে করার কথা এঁরা কল্পনাও করতে পারেন না।
মীন: মীন রাশির জাতক-জাতিকারা চট করে কাউকে বিশ্বাস করে বসেন না। মন দেওয়ার ব্যাপারেও এঁরা একটু যাচাই করেই মন দেন। কিন্তু এক বার যাঁকে মন দেন, সহজে সেই মানুষকে ভুলে অন্য কারও কাছে চলে যেতে পারেন না। সেই মানুষকে বিয়ে করে তবেই তাঁরা শান্ত হন।