Dol Purnima

Holi 2022: আগামী ৩ চৈত্র দোলযাত্রা উৎসব, জেনে নিন নির্ঘণ্ট

হিন্দু বিশ্বাস এই তিথিতে শ্রীধাম বৃন্দাবনে শ্রীকৃষ্ণ, রাধিকা এবং অন্য গোপীদের সঙ্গে মেতে উঠেছিলেন আবীর খেলায়।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২২ ০৮:২৯
Share:

প্রতীকী চিত্র।

ফাল্গুনী পূর্ণিমায় পালিত হয় দোলযাত্রা। পূর্ণিমা তিথিতে দোল উৎসব পালিত হলেও এই উৎসবের সূচনা হয় আগের দিন হোলিকা দহনের মাধ্যমে। দোলযাত্রা প্রধানত বৈষ্ণবদের উৎসব হলেও সকলেই এই উৎসবে মেতে ওঠেন।

Advertisement

হিন্দু বিশ্বাস এই তিথিতে শ্রীধাম বৃন্দাবনে শ্রীকৃষ্ণ, রাধিকা এবং অন্য গোপীদের সঙ্গে মেতে উঠেছিলেন আবীর খেলায়। এই কারণে এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধার বিগ্রহ নিয়ে শোভাযাত্রা এবং আবীর খেলায় মেতে ওঠে বৈষ্ণব সম্প্রদায়। এই পূণ্য তিথি মহাপ্রভু চৈতন্যদেবেরও জন্মতিথি। আগামী ৩ চৈত্র ১৮ মার্চ শুক্রবার শ্রী শ্রী কৃষ্ণের দোলযাত্রা উৎসব।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–

Advertisement

পূর্ণিমা তিথি আরম্ভ–

ইংরেজি– ১৭ মার্চ, বৃহস্পতিবার।

বাংলা– ২ চৈত্র, বৃহস্পতিবার।

সময়– দুপুর ১ টা ৩১ মিনিট।

পূর্ণিমা তিথি শেষ–

ইংরেজি– ১৮ মার্চ, শুক্রবার।

বাংলা– ৩ চৈত্র, শুক্রবার।

সময়– বেল ১২ টা ৪৮ মিনিট।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে–

পূর্ণিমা তিথি আরম্ভ–

ইংরেজি– ১৭ মার্চ, বৃহস্পতিবার।

বাংলা– ২ চৈত্র, বৃহস্পতিবার।

সময়– দুপুর ১ টা ১৬ মিনিট ৩৯ সেকেন্ড।

পূর্ণিমা তিথি শেষ–

ইংরেজি– ১৮ মার্চ, শুক্রবার।

বাংলা– ৩ চৈত্র, শুক্রবার।

সময়– দুপুর ১টা ০৭ মিনিট ১৬ সেকেন্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন