আজ কর্মের জায়গায় পরিষ্কার করে, প্রাণবন্ত ভাব নিয়ে কথা বলুন। এতে আপনি যথেষ্ট উপকার পাবেন।
কেউ আজ আপনাকে হারাতে চাইবে, তাঁর স্পষ্ট জবাব আপনাকেই দিতে হবে। মিষ্টি খাবারের প্রতি লোভ সংবরণ করতে হবে। খুব বেশি না হলেও কমের উপর আজ খরচ হয়েই যাবে। নতুন কিছু শেখার আগ্রহে সময় ব্যয় হতে পারে। আপনার ছোট কোনও দক্ষতার গল্প ভালবাসার মানুষের সঙ্গে শেয়ার করুন।