আজ সামাজিক কোনও কাজে উত্তেজনা অনুভব করতে পারবেন। খেয়ালিপনায় দিনটা কাটিয়ে দিলে খুব ভুল হবে।
আপনার মনের কথা কাউকে জানিয়ে শান্তি পাবেন না। অন্যের প্রতি হিংসার মনোভাব ঝেড়ে ফেলুন। কর্মের দিকে সাহায্য পাবেন। বাড়িতে শান্ত থেকে সারা দিনটা কাটিয়ে নিন। সন্তানদের মনের অবস্থা বোঝার চেষ্টা করুন। কোনও নিরালায় সময় কাটাতে ইচ্ছা করবে।