পরিবারের সকলে মিলে কাছাকাছি কোথাও ভ্রমণে যেতে পারেন। কারও অনুরোধে সাহায্য করতে বাধ্য হবেন।
সকালের দিকে ব্যবসাক্ষেত্র চলনসই। দিনটি আনন্দের মধ্যে কাটলেও শেষ ভাগ দুশ্চিন্তা ও উদ্বেগবহ। কোনও কাজ সময়ের মধ্যে শেষ করার জন্য কর্মীদের মালিক তাগাদা দিতে পারেন। চাকরির ব্যাপারে হঠাৎ কোনও সুসংবাদ পাবেন। স্ত্রীর সামান্য কোনও ব্যাপার ভাবিয়ে তুলবে।