সংসারের ক্ষেত্রে অযথা ভুল বোঝাবুঝি ও অশান্তি দেখা দেবে। তাই দিনটা একটু চাপের মধ্যে কাটবে।
কোনও কাজেই খুব একটা সাহায্য পাবেন না। তবে আর্থিক দিক খুব ভাল থাকবে। সন্তানের কোনও শুভ সংবাদ আনন্দ দেবে। ব্যবসার ব্যাপারে হঠাৎ অভাব দেখা দিতে পারে। শেয়ারে একটু বাধা আসতে পারে। কোনও বয়স্ক ব্যক্তিকে রাস্তায় সাহায্য করে আনন্দ পাবেন।