কোনও ঘটনায় একটু আঘাত পাওয়ার আশঙ্কা। ব্যবসার কোনও ব্যাপারে কথার খেলাপ হবে।
কোনও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে যোগাযোগ হওয়ার দিন। অংশীদারি থেকে অর্থলাভ হবে। পূজাপাঠে ব্যয় ও গুরুদেবের সহায়তায় উপকৃত হবেন। প্রেমের কোনও সংবাদ উৎসাহিত করবে। সংসারে মতবিরোধজনিত অশান্তি হতে পারে। ব্যবসায় ভাল ফলাফল পাবেন।