আজ ভাগ্য আপনার অনুকূলে থাকলেও, মনে বিষাদ ভাব থেকেই যাবে। কোমরের নীচের অংশে হঠাৎ করে কোনও রোগ দেখা দিতে পারে।
শত্রুরা আজ আপনাকে পরাজিত করতে পারবে না, আপনার জয় নিশ্চিত। বোনের সঙ্গে বিশেষ কোনও তর্কে যাবেন না। শ্বশুরবাড়ির থেকে কোনও উপহার পেতে পারেন। বাবার কারণে অর্থ খরচ হতে পারে।