অর্থলাভের দিক খুব শুভ রয়েছে। জীবনসঙ্গী আজ আপনাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে।
লেখকদের জন্য আজকের দিনটা বেশ শুভ। বন্ধুত্বে ঝামেলা আসতে পারে, মাথা ঠান্ডা করে মিটিয়ে নিন। নতুন কোনও কর্মে যোগদান করার সময় আগত। আজ সন্তানদের ব্যবহারে কষ্ট পেতে পারেন। প্রতিবেশীদের ঝামেলায় মাথা দেবেন না।